Advertisement
Advertisement
congested city

ধন্য যানজট! ধীর গতির শহরের তালিকায় দেশে দ্বিতীয় বেঙ্গালুরু, প্রথম কে?

বিশ্ব তালিকায় যানজটে প্রথম স্থানে রয়েছে কলোম্বিয়ার শহর বারেনকুইলা।

Kolkata overtakes Bengaluru as India's most congested city in 2024
Published by: Amit Kumar Das
  • Posted:January 12, 2025 9:45 pm
  • Updated:January 12, 2025 10:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনও তাড়া নেই, হেলেদুলে এগোচ্ছে যান। গাড়ির ফাঁসে আটকে তারস্বরে চিৎকার করছে ‘বন্দি’ চার চাকার দল। ব্যস্ত অফিসযাত্রীদের কাছে এই ছবি চির চেনা। তীব্র যানজটে বন্দি দেশের একের পর এক শহর। যানজটের নিরিখে দেশের ‘স্লথ’ শহরের সেই তালিকাই এবার প্রকাশ্যে আনল এক আন্তর্জাতিক সংস্থা। যেখানে দেখা যাচ্ছে, যানজটের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থান দখল করেছে টেক শহর বেঙ্গালুরু। এবং প্রথম স্থানে আমার আপনার প্রিয় কলকাতা।

Advertisement

টমটম নামে এক সংস্থার প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে কলকাতায় গড়ে একজন ব্যক্তিকে গাড়ি বা বাসে মাত্র দশ কিলোমিটার যেতে ব্যয় করতে হয় ৩৪ মিনিট ৩৩ সেকেন্ড। তবে এই তালিকায় পিছিয়ে নেই বেঙ্গালুরুরও। কলকাতার থেকে মাত্র কয়েক সেকেন্ড পিছিয়ে কর্নাটকের এই টেক হাব। শুধু তাই নয়, রিপোর্ট বলছে, তীব্র যানজটে ৩০ থেকে ৩৫ মিনিট আটকে কলকাতায় একজন ব্যক্তি বছরে তাঁর জীবনের ১১০ ঘণ্টা হারিয়ে ফেলেন। শুধু কি তাই, মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো এর সঙ্গে রয়েছে ধুলো-বালির দূষণ। সব মিলিয়ে ভোগান্তি একেবারে চরমে।

তবে শুধু দেশ নয়, বিশ্ব তালিকাতেও যানজটপূর্ণ ও ব্যস্ততম শহরের এই তালিকায় প্রথম দশে নাম তুলেছে ভারতেরই তিনটি শহর। এগুলি হল কলকাতা, বেঙ্গালুরু ও পুনে। এই শহরগুলিতে গড়ে প্রতি দশ কিলোমিটার গাড়িতে সফর করতে সাধারণ মানুষকে ব্যয় করতে হয় ৩৩ মিনিট ২২ সেকেন্ড। তালিকায় নাম রয়েছে হায়দরাবাদ, চেন্নাই , মুম্বই, আহমেদাবাদ ও জয়পুরের। পাশাপাশি বিশ্ব তালিকায় যানজটপূর্ণ শহরে হিসেবে দ্বিতীয়স্থানে জায়গা পেয়েছে কলকাতা। প্রথম স্থানে রয়েছে কলোম্বিয়ার শহর বারেনকুইলা। বিশ্বের স্লথ শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ