সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহামারী আবহেও যৌন লালসা থেকে মিলল না রেহাই। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় রোগীকে ধর্ষণ (Rape) করল অ্যাম্বুল্যান্স চালক। এমনই মর্মান্তিক ঘটনা ঘটল কেরলে (Kerala)।
পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে দুই করোনা আক্রান্ত (Corona Positive) রোগীকে হাসপাতালে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল নউফল নামে এক চালকের উপর। বৃদ্ধা রোগীকে হাসপাতালে পৌঁছে দিয়ে এসে ১৯ বছরের ওই রোগিনীকে অ্যাম্বুল্যান্সে তোলেন নউফল। এরপর কোভিড কেয়ার সেন্টারে না গিয়ে বিমানবন্দরের কাছে একটি ফাঁকা এলাকায় ওই রোগিনীকে নিয়ে যায় অভিযুক্ত। সেখানেই তাঁর উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্ত। পরে আক্রান্তকে কোভিড কেয়ার সেন্টারে ফেলে রেখে চম্পট দেয়। পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।
২৫ বছরের ওই অ্যাম্বুলেন্স চালককে ১০৮ অ্যাম্বুলেন্স পরিষেবা থেকে সরানো হয়েছে। ওই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তীব্র নিন্দা করে কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলেজা পুলিসকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে করোনা আক্রান্তর যৌন হেনস্তা টাই প্রথমবার নয়। জুলাই মাসে দিল্লিতে একটি করোনা আক্রান্ত মেয়েকে ধর্ষণের অপরাধে ২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.