Advertisement
Advertisement

‘মোদি ফকির হলে ১০ লক্ষের স্যুট পরছেন কীভাবে?’

বিরোধীদের জন্য যে কাঁটা রেখে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তা বিঁধেছে যথাস্থানেই৷ আর তাই জবাব এল কেজরির থেকে৷

Kejriwal Slams Modi as Pm calls Himself a fakir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 4, 2016 2:09 pm
  • Updated:December 4, 2016 2:09 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের উন্নয়ন ছাড়া তাঁর কোনও দ্বিতীয় উদ্দেশ্য নেই৷ অন্য কোনও স্বার্থ নেই৷ তিনি ফকির৷ উত্তরপ্রদেশের জনসভায় এ কথা বলেই দেদার হাততালি কুড়িয়েছিলেন প্রধানমন্ত্রী৷ এবার সেই কথারই পাল্টা জবাব এল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের থেকে৷ তাঁর প্রশ্ন, মোদি যদি ফকিরই হবেন, তবে ১০ লক্ষ টাকা দামের স্যুট পরে ঘুরছেন কীভাবে?

Advertisement

শনিবার উত্তরপ্রদেশের জনসভা থেকে একাধিক বিষয়ে বার্তা দেন মোদি৷ জনধন যোজনায় যারা কালো টাকা জমা করছে, তাদের শাস্তির ইঙ্গিত দেন৷ পাশাপাশি গরিবকে জানিয়ে দেন, যারা ইতিমধ্যে এ কাজ করেছে তাদের যেন কোনও টাকা ফেরত না দেওয়া হয়৷ নোট বাতিলের এই প্রক্রিয়াকে গরিবের জয় হিসেবেই তুলে ধরেন তিনি৷ পাশাপাশি রাজনৈতিক বিরোধীদেরও একহাত নেন৷ জানান, দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করছেন বলেই অনেকে তাঁকে দোষ দিচ্ছেন৷ কিন্তু দেশের উন্নয়ন ছাড়া তাঁর অন্য কোনও স্বার্থ নেই৷ এরপরই তাঁর মন্তব্য ছিল, তাঁর কী আসে যায়! তিনি তো ফকির, যে কোনওদিন ঝোলা নিয়ে বেরিয়ে পড়বেন৷ উপস্থিত জনতা তুমুল করতালিতে মোদির লড়াইকে সমর্থন জানায়৷ কিন্তু বিরোধীদের জন্য যে কাঁটা তিনি রেখে গিয়েছিলেন তা বিঁধেছে যথাস্থানেই৷ আর তাই জবাব এল কেজরির থেকে৷ টুইট করে তাঁর প্রশ্ন, মোদিজি যদি নিজেকে ফকির বলেন, তবে রোজ রোজ নতুন পোশাক পরছেন কীভাবে? ১০ লক্ষ টাকা দামি স্যুট পরে সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন কীভাবে? কেজরির দাবি, মোদির কথাতে মানুষ এতদিনে বিশ্বাস হারিয়েছেন৷ দেশের প্রতিষ্ঠান যেমন আরবিআই, সিবিআই, বিশ্ববিদ্যালয়-সহ বিচারব্যববস্থা সব মোদি ধ্বংস করছেন বলেও অভিযোগ আনেন তিনি৷ তাঁর মতে দেশ স্বাধীনতার পর যা অর্জন করেছে, মোদি একা হাতেই তা শেষ করে চলেছেন৷ শাসকদলের তরফে অবশ্য কেজরির এ টুইটের কোনও জবাব এখনও দেওয়া হয়নি৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস