Advertisement
Advertisement
Karnataka

৬ হাজার ‘ভোটচুরি’র অভিযোগ রাহুলের, সিট গঠন করে তদন্তের নির্দেশ কর্নাটক সরকারের

রাহুলের যাবতীয় অভিযোগকে 'ভিত্তিহীন' বলেছে নির্বাচন কমিশন।

Karnataka govt forms a SIT to probe 'voter deletion' allegations in Aland assembly constituency
Published by: Kishore Ghosh
  • Posted:September 21, 2025 12:45 am
  • Updated:September 21, 2025 12:45 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ভোটচুরি’ নিয়ে নতুন করে বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি দাবি করেছেন, কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রে ৬০০০ ‘ভোটচুরি’ হয়েছে। এরপর ওই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক পুলিশে অভিযোগ দায়ের করেন। এবার সেই অভিযোগের তদন্ত শুরু করল কর্নাটকের কংগ্রেস সরকার। এর জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গড়া হয়েছে।

Advertisement

লোকসভার বিরোধী দলনেতা চাঞ্চল্যকর অভিযোগ করলেও যাবতীয় অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেছে নির্বাচন কমিশন। যদিও তারা জানিয়েছে, অলন্দ বিধানসভা কেন্দ্রে ভোটারদের নাম মুছে ফেলার কিছু ব্যর্থ প্রচেষ্টা হয়েছিল। বিষয়টি তদন্তের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি এফআইআর দায়ের করেছে। রাহুল অবশ্য বলেন, তদন্ত সহযোগিতা করছে না কমিশন। সিআইডির চিঠির উত্তর দিচ্ছে না তারা। এমন পরিস্থিতিতে সিট গঠন করল কর্নাটক সরকার। জানা গিয়েছে, সিটের তদন্তে নেতৃত্ব দেবেন রাজ্য পুলিশের অতিরিক্ত ডিজি (সিআইডি)। এ ছাড়াও দুই পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক। তদন্তের রিপোর্ট তাঁরা আদালতে জমা দেবেন। রিপোর্ট পাঠানো হবে রাজ্য সরকারের কাছেও।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাহুল গান্ধী অভিযোগ করেন, গণতন্ত্রের হত্যাকারী’দের সুরক্ষা দিচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শাসকপক্ষকে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা—‘হাইড্রোজেন বোমা’ ফাটাবেন। সেই মতো এদিন একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনেন রাহুল। এর মধ্যে রয়েছে কর্নাটকের একটি কেন্দ্রে ৬০০০ ‘ভোটচুরি’! এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে নিজের মতো করে প্রমাণও তুলে ধরেন কংগ্রেস সাংসদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ