Advertisement
Advertisement
Kailash Vijayvargiya

‘১৫ আগস্ট ছেঁড়া-ফাটা স্বাধীনতা পেয়েছি’, বিজেপি নেতা কৈলাসের মন্তব্যে তুঙ্গে বিতর্ক

ইসলামাবাদে তেরঙ্গা উত্তোলনের ডাক কৈলাসের।

Kailash Vijayvargiya claims we got ‘Kati-phati Azaadi’ on August 15
Published by: Amit Kumar Das
  • Posted:August 16, 2025 7:15 pm
  • Updated:August 16, 2025 7:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘১৫ আগস্ট দেশ স্বাধীন হয়েছে ঠিকই, তবে সে স্বাধীনতা ছেঁড়া-ফাটা স্বাধীনতা।’ এমনই মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গী। তাঁর এই মন্তব্য সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব হয়েছে বিরোধী শিবির। এই মন্তব্যকে স্বাধীনতা ও দেশনায়কদের অপমান বলে অভিযোগ করছে বিরোধীরা।

Advertisement

স্বাধীনতা দিবস উপলক্ষে মধ্যপ্রদেশের ইন্দোরে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কৈলাস। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “ভুল নীতির কারণে ভারতমাতাকে দু’টুকরো করা হয়েছে। যে স্বাধীনতার জন্য ভগত সিং গলায় ফাঁসির দড়ি দিয়েছিলেন সেই স্বাধীনতা আমরা পাইনি। যা পেয়েছি তা ছেঁড়া-ফাটা স্বাধীনতা।” এরপরই সুর চড়িয়ে তিনি বলেন, “আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। কোনও না কোনও দিন সেই সযোগ অবশ্যই আসবে যেদিন আমরা ইসলামাবাদে গিয়ে তেরঙ্গা উত্তোলন করব। এবং অখণ্ড ভারতের স্বপ্ন পূরণ করব।”

এখানেই থামেননি কৈলাস। অপারেশন সিঁদুরের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয়গানও করেন তিনি। কৈলাস বলেন, নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের সেনাবাহিনী পাকিস্তানে সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছে। আজকের উন্নত ভারত এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে ড্রোন, মিসাইল হামলার জবাব আমরা এমনভাবে দেই যে আমাদের সেনার গায়ে একটি আঁচড়ও আসে না। অথচ শত্রু শিবির গুঁড়িয়ে যায়।

তবে কৈলাসের অখণ্ড ভারতের স্বপ্ন নিয়ে সমস্যা না হলেও, বিতর্ক তৈরি হয়েছে স্বাধীনতা দিবস নিয়ে তাঁর মন্তব্যে। বিরোধীদের অভিযোগ, স্বাধীনতা দিবসকে ‘ছেঁড়া-ফাটা স্বাধীনতা’ বলে কটাক্ষ করে উনি আসলে স্বাধীনতা দিবসকে অপমান করছেন। অপমান করছেন দেশনায়ক ও বিপ্লবীদের যাঁদের জন্য এই স্বাধীনতা এসেছিল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement