সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন চাকরি নেই। উপরন্তু ঋণের দায়ে জর্জরিত। এই পরিস্থিতিতে ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠল এক তথ্যপ্রযুক্তি কর্মীর বিরুদ্ধে। তবে শেষমেষ পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছেন তিনি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুণেতে।
জানা গিয়েছে, বছর চল্লিশের ওই যুবকের নাম সাংবোই কম সার্তো। তিনি মণিপুরের বাসিন্দা। তবে বেশ কিছু বছর ধরে পুণেতে একটি বেসরকারি সংস্থায় তিনি কর্মরত ছিলেন। কিন্তু গত বছর হঠাৎ তাঁর চাকরি চলে যায়। তারপর থেকেই আর্থিক এবং মানসিক সমস্যায় ভুগছিলেন সাংবোই। পাশাপাশি, ঋণের দায়েও জর্জরিত ছিলেন ওই যুবক। এসব থেকে মুক্তি পেতেই তিনি ডাকাতির ফাঁদ পাতেন।
ঠিক কী ঘটেছিল? জানা যাচ্ছে, গত ৩১ জুলাই ডেলিভারি বয় সেজে তিনি ওই ব্যাঙ্ক ম্যানেজারের বাড়িতে প্রবেশ করেন। দরজা খোলেন ম্যানেজারের এক ছেলে। অভিযোগ, ভিতরে প্রবেশের পরই তিনি বন্দুক দেখিয়ে টাকাপয়সা এবং গয়নাগাটি বের করতে বলেন। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় ম্যানেজার এবং তাঁর অপর এক ছেলে। এরপরই তাঁরা সাংবোইয়ের দিকে ঝাঁপিয়ে পড়েন। শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে কোনও মতে তাঁরা সামবোইয়ের হাত থেকে বন্দুকটি কেড়ে নেন এবং তাঁকে ধরে ফেলেন। এরপর তাঁকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
পুলিশের এক আধিকারিক জিতেন্দ্র কোলি বলেন, “প্রাথমিক তদন্তের পর আমরা জানতে পেরেছি, সাংবোই দীর্ঘদিন ধরে চাকরিহারা ছিলেন। এদিকে ঋণের দায়েও তিনি জর্জরিত ছিলেন। তাই টাকা জোগাড় করতে ডাকাতির পরিকল্পনা করেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.