Advertisement
Advertisement
CRPF jawans killed

অপারেশন সেরে ফেরার পথেই বিপর্যয়, কাশ্মীরে ফের ৩ জওয়ানের মৃত্যু, আহত একাধিক

ঘটনায় শোকপ্রকাশ করেছেন কাশ্মীরের উপরাজ্যপাল।

Jammu and Khasmir: 2 CRPF jawans killed, many injured as bus with 23 plunges into gorge
Published by: Subhajit Mandal
  • Posted:August 7, 2025 12:50 pm
  • Updated:August 7, 2025 1:44 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে ফের প্রাণ গেল দুই সিআরপিএফ জওয়ানের। এবার ভয়াবহ পথ দুর্ঘটনায়। আহত হয়েছেন আরও ১৬ সেনা জওয়ান। চলছে উদ্ধারকাজ।

Advertisement

কাশ্মীরের উধমপুর জেলার বসন্তগড় এলাকায় বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। ২৩ জন সিআরপিএফ জওয়ানকে নিয়ে অপারেশন সেরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় একটি বাস। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জওয়ানের। আহত হন আরও অন্তত ১৬ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছান সিআরপিএফের অন্য আধিকারিকরা। ঘটনাস্থলে যায় কাশ্মীর পুলিশের বিশাল উদ্ধারকারী দলও। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও। দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, বসন্তগড় এলাকায় একটি অপারেশন সেরে ওই গাড়িতে ফিরছিলেন সিআরপিএফের ২৩ জন জওয়ান। সকাল সাড়ে ১০টা নাগাদ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় গাড়িটি। গড়তে গড়তে বাসটি পাশের গভীর খাদে পড়ে যায়। যাত্রীদের মধ্যে ২ জনের মৃত্যু হয়। অনেকে আহত হন।

ইতিমধ্যেই ওই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। উধমপুরের জেলাশাসকের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি। মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপনের পাশাপাশি আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেটা নিশিচত করার নির্দেশ দিয়েছেন তিনি। কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও ঘটনায় শোকপ্রকাশ করেছেন। উদ্ধারকাজ এবং আহতদের চিকিৎসায় যাতে কোনও ত্রুটি না হয়, সেটা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনিও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ