Advertisement
Advertisement
Sonam Wangchuk

‘ক্রিকেট খেলা হলে কনফারেন্সে আপত্তি কেন?’ সোনমের পাক-যোগ তত্ত্বে তোপ স্ত্রীর

পাকিস্তানে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করেছিলেন সোনম।

Jailed activist Sonam Wangchuk's wife posts question amid Asia Cup final

ফাইল ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:September 29, 2025 5:24 pm
  • Updated:September 29, 2025 5:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখে হিংসা ছড়ানোর অভিযোগে সমাজকর্মী সোনম ওয়াংচুক-সহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানে জলবায়ু বিষয়ক একটি সম্মেলনে যোগ দেওয়ার অভিযোগে তাঁকে ‘পাকিস্তানপন্থী’ বলে তোপ দাগা হচ্ছে? এই ইস্যুতেই এবার সরব হলেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি। প্রশ্ন তোলা হল, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলায় আপত্তি না থাকলে কনফারেন্সে যাওয়ায় আপত্তি কেন?

Advertisement

অভিযোগ, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে আয়োজিত হয়েছিল রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলন। সেখানে যোগ দিয়েছিলেন লাদাখের সমাজকর্মী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক। এই ইস্যুকেই হাতিয়ার করে কুৎসা করা হচ্ছে সোনমকে নিয়ে। দাবি করা হয়েছে পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে তাঁর। তবে এই দাবি খারিজ করে সোনমের স্ত্রী বলেন, ‘সোনম ওয়াংচুকের সঙ্গে যে পাক যোগের তত্ত্ব ছড়ানো হচ্ছে তা মিথ্যা ও মানহানিকর। আমাদের রাষ্ট্রসংঘের জলবায়ু সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল ওখানে। পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রীর উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করেছিলেন উনি।’ সেই অনুষ্ঠানের ভিডিও সোশাল মিডিয়াতে শেয়ারও করেছেন গীতাঞ্জলি।

এহেন অভিযোগের তীব্র নিন্দা করেছেন কার্গিল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের নেতা সাজ্জাদ করগিল। তিনি বলেন, ‘ওই সম্মেলন ছিল রাষ্ট্রসংঘের জলবায়ু আলোচনার অংশ। সেখানে যোগ দেওয়া অপরাধ হলে পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলা কেন চলবে? আমাদের আন্দোলনকে ভুল ভাবে দেখানোর চেষ্টা হচ্ছে।” একইসঙ্গে ২৪ সেপ্টেম্বর লেহ-তে হিংসার ঘটনায় নিরপেক্ষ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সাজ্জাদ।

লাদাখে ‘গণবিক্ষোভে’র ২ দিন পর গত শুক্রবার আন্দোলনের প্রধান মুখ পরিবেশকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে আন্দোলনকারীদের উসকানি এবং হিংসায় ইন্ধন দেওয়ার অভিযোগ তোলা হয়। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করার কথা ছিল সোনমের। সেই সাংবাদিক সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে তিনি গ্রেপ্তার হন। সূত্রের খবর, গ্রেপ্তারির পরই সোনমকে লাদাখ থেকে সরিয়ে রাতারাতি নিয়ে যাওয়া হয় লেহ থেকে ১৪০০ কিলোমিটার দূরে রাজস্থানের যোধপুরে। ওয়াংচুকের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। লেহতে কোনওরকম অশান্তি রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।

অভিযোগ, গ্রেপ্তারির পর সোনমের ভাবমূর্তি খুন্ন করার চেষ্টা চলছে। লাদাখ পুলিশের ডিরেক্টর জেনারেল এস ডি সিং জামওয়াল অভিযোগ করেছেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে সোনম পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন এবং পাকিস্তানী এক গোয়েন্দার সঙ্গেও যোগাযোগ রাখতেন। তাই এই সফরকেই ‘সন্দেহজনক’ বলে উল্লেখ করেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ