সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব ঠিকঠাক থাকলে হয়তো জুনেই ভারতে পা রাখবে অ্যাপল। বেঙ্গালুরুতে তৈরি হবে ‘মেড ইন ইন্ডিয়া’ আইফোন। বৃহস্পতিবারই এক বিবৃতিতে মার্কিন এই সংস্থার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কর্নাটক সরকার। আর যদি এমনটা হয় বিশ্বের তৃতীয় দেশ হবে ভারত, যেখানে আইফোন তৈরি করবে অ্যাপল। গোটা বিশ্বের কাছে ভারত যে আলাদা গুরুত্ব পাচ্ছে, অ্যাপলের এই সিদ্ধান্ত সেই বার্তাই দিল।
কেন মেয়ের বিয়েতে পণ দিতে হয়, শেখাচ্ছে পাঠ্যবই
কর্নাটকের তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গের সই করা ওই বিবৃতিতে বলা হয়েছে, বেঙ্গালুরুতে অ্যাপল কারখানা তৈরির যে ইচ্ছা প্রকাশ করেছে, তাতে এই রাজ্যের সাপ্লাই চেনের উন্নতি হবে। যা ভারতকে বিশ্বমানের প্রতিযোগিতায় এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
ইতিমধ্যেই কর্নাটক সরকারের তরফে সংস্থার বিভিন্ন আধিকারিকের সঙ্গে দফায় দফায় বৈঠকও হয়েছে। বিবৃতিতে সেই কথাই বলা হয়েছে। ডিসেম্বরে সংস্থার পোর্টালে বেঙ্গালুরুতে বিভিন্ন পদে প্রার্থী চেয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়। তখন থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, এবার ভারতে নোঙর ফেলতে চলেছে অ্যাপল। বৃহস্পতিবার কর্নাটক সরকারের বিবৃতিটি সেই বার্তাই দিল।
রাজ্য পঞ্চায়েত সম্মেলন শুরু হচ্ছে আজ, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.