সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সারে জাঁহা সে আচ্ছা, হিন্দুস্থান হামারা।’ পূর্বসুরী রাকেশ শর্মার সঙ্গেই প্রায় গলা মেলালেন মহাকাশচারী উত্তরসূরী শুভাংশু শুক্লা। সম্প্রতি অ্যাক্সিওম-৪ মিশনের অংশগ্রহণ করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখা ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। শুভাংশু তাঁর এই মিশনকে সমগ্র জাতির মিশন বলেও জানিয়েছেন।
মহাকাশ থেকে কেমন দেখতে আমাদের দেশকে? সম্প্রতি ইসরো চেয়ারম্যান ড. ভি. নারায়ণনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তারই খোলসা করে শুভাংশু শুক্লা জানিয়েছেন, ”আজও মহাকাশ থেকে ভারতকে দেখতে সবচেয়ে সুন্দর দেখতে মনে হয়। জয় হিন্দ, জয় ভারত।” মিশনটি সম্ভব করে তোলার জন্য ভারত সরকার, ইসরো ও গবেষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের অভিজ্ঞতা তুলে ধরে শুভাংশু বলেন, মহাকাশযাত্রা প্রশিক্ষণের তুলনায় একদম ভিন্ন। তিনি আরও জানান, “এই মিশন গোটা দেশের মিশন। শিক্ষাক্ষেত্রে যা শেখা যায় তার থেকে গোটা অভিজ্ঞতাটা একেবারেই আলাদা। এ এক অবিশ্বাস্য অভিজ্ঞতা।” পাশাপাশি, ভারত সরকার, ইসরো এবং গবেষকদের ধন্যবাদও দিয়েছেন শুভাংশু।
কীভাবে হল মহাকাশযাত্রার প্রশিক্ষণ? শুভাংশু তাঁর প্রশিক্ষণের কথাও এদিন জানান। তিনি বলেছেন, “এই মিশনে আমার ভূমিকা ছিল মিশন পাইলটের। ড্রাগনের চালকদলের মধ্যে আমি ছিলাম মিশন পাইলট। আমাকে কমান্ডারের সঙ্গে কাজ করতে হয়েছে এবং ড্রাগনের সিস্টেমগুলির সঙ্গে সমন্বয় করতে হয়েছে। ভারতীয় গবেষকদের ধারণা অনুযায়ী উন্নয়ন ও বাস্তবায়িত পরীক্ষাগুলি করতে হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রক্রিয়া হাতে-কলমে প্রদর্শন করা, ছবি ও ভিডিও তোলার কাজও করতে হয়েছে।”
অ্যাক্সিওম-৪ মিশনে অংশ নেওয়া শুভাংশু শুক্লা এই কৃতিত্বের জন্য দেশের মানুষের সমর্থনকে কৃতজ্ঞতা দিচ্ছেন। তিনি আরও জানান, ”মহাকাশে প্রথম কয়েকটা দিন কঠিন ছিল । মাধ্যাকর্ষণে ফিরে মানিয়ে নেওয়াও ছিল বড় চ্যালেঞ্জ। খুব শিগগিরই আমরা দেখব কেউ ভারতীয় ক্যাপসুল থেকে, রকেট থেকে, দেশের মাটি থেকে মহাকাশযাত্রা করছে।” প্রসঙ্গত, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সফল যাত্রার পর সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন শুভাংশু শুক্লা। প্রতিরক্ষ মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও সাক্ষাৎ সেরেছেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.