Advertisement
Advertisement
Chhattisgarh

AI ব্যবহার করে ৩৬ মহিলা শিক্ষার্থীর পর্ন ছবি তৈরি! ছত্তিশগড়ে সাসপেন্ড আইটি পড়ুয়া

অভিযুক্তের ল্যাপটপ, ফোন ও পেনড্রাইভ থেকে ১০০০ বিকৃত ফটো ও ভিডিও মিলেছে।

IT Student Uses AI To Create Porn Pics Of 36 Women Students in Chhattisgarh
Published by: Kishore Ghosh
  • Posted:October 8, 2025 9:20 pm
  • Updated:October 8, 2025 9:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপদ বাড়াচ্ছে AI। এবার ছত্তিশগড়ে ৩৬ জন মহিলা শিক্ষার্থীর পর্ন ছবি তৈরির অভিযোগে সাসপেন্ড করা হল এক আইটি পড়ুয়াকে। AI প্রযুক্তি ব্যবহার করে সতীর্থ তরুণীদের পর্ন ছবি তৈরি করেন বলে অভিযোগ যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের বিভিন্ন ডিভাইস থেকে ১০০০ ফটো ও ভিডিও মিলেছে। সাসপেন্ড করা হয়েছে তাঁকে। 

Advertisement

ঘটনাটি ছত্তিশগড়ের নয়া রায়পুরের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনেলজির। বিলাসপুরের বাসিন্দা অভিযুক্ত যুবক ইলেক্ট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় বর্ষের ছাত্র। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ৩৬ জন ছাত্রী অভিযোগ করার পর ওই ছাত্রের কর্মকাণ্ড বিষয়ে তারা জানতে পেরেছে। ইন্সটিটিউটের অধ্যাপক শ্রীনিবাস বলেন, “৬ অক্টোবর কিছু ছাত্রী এই বিষয়ে অভিযোগ করেন। এরপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রের ঘর তল্লাশি করা হয়েছে। তাঁর ল্যাপটপ, মোবাইল ফোন এবং পেনড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে।”

কলেজ কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও এখনও পর্যন্ত পুলিশে অভিযোগ জানানো হয়নি। রাখি থানার পুলিশকর্তা আশিস রাজপুত বলেন, আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। অপেক্ষা করছি। এখনও পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেবো। ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনেলজির ছাত্রীরা অভিযুক্ত ছাত্রের কড়া শাস্তির দাবি জানিয়েছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ