সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতি ফাঁস করার হুমকি দিয়েছিলেন। এখন গেলেন কৈ? খানিকটা শ্লেষ মেশানো ভাষাতেই রাহুল গান্ধীকে আক্রমণ করলেন অরবিন্দ কেজরিওয়াল। শনিবার টুইট করে কংগ্রেস সহ-সভাপতিকে দিল্লির মুখ্যমন্ত্রীর প্রশ্নটা ছিল ঠিক এরকম…
Rahul ji, when r u exposing Modiji’s “personal corruption”?
Advertisement— Arvind Kejriwal (@ArvindKejriwal)
নোট বাতিল ইস্যুতে পণ্ড হয়েছে গোটা শীতকালীন অধিবেশন। একটি দিনও কাজের কাজ কিছু হয়নি। সরকার-বিরোধীদের একে অপরকে অধিবেশন পণ্ড হওয়া নিয়ে দুষেছে। শেষমেষ রাহুল গান্ধী দাবি করে বসেন সংসদে তিনি নাকি বলতে শুরু করলে ভূমিকম্প হবে। খানিকটা হুমকির সুরেই বলেছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত দুর্নীতি ফাঁস করবেন। কিন্তু বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে বসেন। যদিও এখনও পর্যন্ত তা করেননি কংগ্রেস সহ-সভাপতি। এদিন সে প্রসঙ্গেই রাহুলকে আক্রমণের পথে হাঁটলেন অরবিন্দ কেজরিওয়াল।
তবে শুধু কেজরিওয়ালই নন, নিন্দুকেরা তো বলছেন রাহুল-মোদি বৈঠকের পর থেকে মোদি বিরোধী কুলুপ এঁটেছেন প্রায় সব কংগ্রেস নেতাই। বৈঠকে অবশ্য শুধু রাহুল গান্ধী নন, ছিলেন কংগ্রেসের বেশ কিছু সদস্য। তবে বৈঠকের ১৫ মিনিট আগেই কংগ্রেসের নেতৃত্বে বেশকিছু বিরোধী দল রাজভবনে গিয়েছিল। রাষ্ট্রপতির কাছে নালিশ ঠুকতে। অভিযোগ সেই এক, নোট বাতিলে সারাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে। মানুষকে হেনস্তা করা হচ্ছে। তবে কংগ্রেসের সঙ্গে মোদির বৈঠকের পর চিত্রটা নাকি বদলে গেছে বলেই দাবি নিন্দুকেদের। তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলগুলি এখনও মোদির বিরোধিতাতেই আছেন ঠিকই, তবে কংগ্রেস কিন্তু মুখে কুলুপ এঁটেছে। তাই নিন্দুকেদের প্রশ্ন কী এমন হল বৈঠকে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.