Advertisement
Advertisement
Unemployment Rate

চাকরি নেই, যুবসমাজে বেকারত্বের হার বেড়ে ১৫.৩ শতাংশ! প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট

জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে।

India’s unemployment rate 5.6 percent in June, says NSO data
Published by: Amit Kumar Das
  • Posted:July 16, 2025 10:51 am
  • Updated:July 16, 2025 10:51 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিশ্রুতি ছিল বিজেপি ক্ষমতায় এলে বছরে ২ কোটি চাকরি দেবে সরকার। যদিও গত ১১ বছরে ‘জুমলা’ প্রতিশ্রুতি থেকে দায় ঝেড়ে ফেলেছে মোদি সরকার। এক দশকে বারবার সামনে এসেছে দেশে বাড়তে থাকা বেকারত্বের ভয়াবহ রিপোর্ট। এতদিনেও সেই ছবিতে বিন্দুমাত্র বদল আসেনি। এবার সেই তথ্যই সামনে এল খোদ মোদি সরকারের রিপোর্টে। যেখানে দেখা যাচ্ছে, দেশের যুবসমাজের মধ্যে বেড়েছে বেকারত্বের হার। গত জুন মাসে দেশে যুবসমাজের মধ্যে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ।

Advertisement

গত মঙ্গলবার কেন্দ্রের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ণ মন্ত্রক দেশে বেকারত্ব সংক্রান্ত রিপোর্ট প্রকাশ্যে এনেছে। যেখানে দেখা যাচ্ছে, দেশের সামগ্রিক বেকারত্বের হার ৫.৩ শতাংশ। অর্থাৎ গত মে মাসে যে রিপোর্ট সামনে আনা হয়েছিল এবারও তার কোনও বদল হয়নি। তবে গত এপ্রিল মাসের (৫.১) তুলনায় এটি সামান্য কিছুটা বেড়েছে। যদিও উদ্বেগ বেড়েছে দেশের ১৫-২৯ বছর বয়সি যুবকদের মধ্যে বেকারত্বের হারে। গত মে মাসে এই সংখ্যাটা ছিল ১৫ শতাংশ। সেটাই একমাসে বেড়ে দাঁড়িয়েছে ১৫.৩ শতাংশ। ওই একই বয়সি যুবতীদের ক্ষেত্রেও বেকারত্বের হার বেড়েছে। গত মে মাসে বেকারত্বের হার ছিল ১৬.৩ শতাংশ, সেটাই জুন মাসে বেড়ে দাঁড়িয়েছে ১৭.৪ শতাংশ।

শুধু তাই নয় রিপোর্ট বলছে, জুনে শহরাঞ্চলে বেকারত্বের হার আগের তুলনায় অনেকটাই বেড়েছে। মে মাসে সংখ্যাটা যেখানে ছিল ১৭.৯ শতাংশ, সেটাই জুনে হয়েছে ১৮.৮ শতাংশ। গ্রামের ক্ষেত্রে ১৩.৭ শতাংশ থেকে জুনে সেটা বেড়ে দাঁড়িয়েছে ১৩.৮। তবে অন্যদিকে সামগ্রিকভাবে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার আগের চেয়ে কিছুটা কমেছে। তথ্য অনুযায়ী, গতমাসে দেশের মহিলাদের মধ্যে বেকারত্বের হার ছিল ৫.৮ শতাংশ, জুনে সেটা কমে হয়েছে ৫.৬ শতাংশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement