Advertisement
Advertisement
Poverty Rate

একদশকে দারিদ্র থেকে মুক্তি ২৭ কোটি মানুষের! দাবি বিশ্বব্যাঙ্কের নয়া রিপোর্টে

শহর ও গ্রাম, সর্বত্রই একই ছবি।

India's extreme poverty rate decreased to 5.3% in 2022-23 from 27.1% in 2011-12

প্রতীকী ছবি।

Published by: Biswadip Dey
  • Posted:June 7, 2025 1:25 pm
  • Updated:June 7, 2025 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত এক দশকে দেশে দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন প্রায় ২৭ কোটির বেশি মানুষ। বিশ্বব্যাঙ্কের নয়া রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ২০১১-১২ সালে যেখানে দেশে দারিদ্রসীমার নিচে ছিলেন ৩৪ কোটি ৪৪ লক্ষ ৭০ হাজার মানুষ। ২০২২-২৩ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ কোটি ৫২ লক্ষ ৪০ হাজার। অর্থাৎ এই সময়ের মধ্যে দেশে দারিদ্রসীমার থেকে বেরিয়ে এসেছেন ২৬ কোটি ৯২ লক্ষ ৩০ হাজার মানুষ।

Advertisement

রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০১১-১২ সালে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ- এই পাঁচ রাজ্যের মানুষই মোট দরিদ্রের ৬৫ শতাংশ ছিলেন। ২০২২-২৩ সালে তা দুই-তৃতীয়াংশ হ্রাস পেয়েছে। বিশ্ব ব্যাঙ্ক এই রিপোর্ট তৈরির ক্ষেত্রে ২০২১ সালের হিসেবে দৈনিক ৩ ডলারকে আন্তর্জাতিক দারিদ্ররেখা হিসেবে এই রিপোর্ট তৈরি করেছে। দেখা যাচ্ছে, গ্রামে দারিদ্ররেখার নিচে যেখানে আগে ছিল ১৮.৪ শতাংশ, তা এখন ২.৮ শতাংশ। সেখানে গত ১১ বছরে শহরের দারিদ্রসীমার নিচে থাকা মানুষের শতকরা হার ১০.৭ শতাংশ থেকে নেমে মাত্র ১.১ শতাংশে দাঁড়িয়েছে।

দেশে দারিদ্র আছে কি নেই, এই নিয়ে প্রচার ও পালটা প্রচার শাসক ও বিরোধীদের বরাবরের কৌশল। যদিও সাম্প্রতিক ভারতে নির্বাচনী কৌশল হিসাবে দারিদ্র, বেকারত্বের মতো বিষয়গুলি গুরুত্ব হারাচ্ছে, ক্রমশ গুরত্বপূর্ণ হয়ে উঠেছে ধর্ম। এর পরেও অবশ্য লোকসভা ভোটের তিন মাস আগে নীতি আয়োগ দাবি করেছিল, মোদি সরকারের দশ বছরে ২৪.৯ কোটি মানুষ দারিদ্রসীমা থেকে বেরিয়ে এসেছেন। এই বক্তব্যকে হাতিয়ার করে লোকসভা ভোটের প্রচার চালান মোদি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement