সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরখাস্ত বিজেপি মুখপাত্র নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্যের জেরে ঘরে বাইরে বেশ অস্বস্তিতে পড়েছে ভারত সরকার। মধ্যপ্রাচ্যের দেশগুলি বেশ অসন্তুষ্ট হয়েছে ভারতের উপরে। তবে এই দেশগুলিতে থাকা ভারতীয়দের কোনও সমস্যা নেই, এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal)। উপসাগরীয় অঞ্চলের দেশ গুলিতে সুরক্ষিত রয়েছেন ভারতীয়রা।
কেরলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন পীযূষ। সেখানে তিনি বলেছেন, “ভারতীয়রা সুরক্ষিত রয়েছেন। উপসাগরীয় অঞ্চলের দেশগুলিতে যেসব ভারতীয়রা রয়েছেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন। কোথাও কোনও সমস্যা নেই।” প্রসঙ্গত, হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির তৎকালীন মুখপাত্র নূপুর। তাঁর বক্তব্য প্রকাশ্যে আসার পরেই একের পর এক মধ্য প্রাচ্যের দেশে নিন্দার মুখে পড়েন ভারতীয় কূটনীতিকরা।
এমতাবস্থায় চিন্তায় পড়ে যান ইসলামিক দেশগুলিতে (Islamic Countries) বসবাসকারী ভারতীয়রা। তাঁদের ভারতীয় পরিচয়ের কারণে হয়তো বিপদের মুখে পড়তে পারেন, এই আশঙ্কায় ভুগতে থাকেন তাঁরা। নানা দেশে ভারতীয় রাষ্ট্রদূতদের তলব করার ঘটনা প্রকাশ্যে আসার পরে আরও বেশি করে ভয় দানা বাঁধতে থাকে ভারতীয়দের মনে। তবে পীযূষ বলেছেন, “ভারত সরকারের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তাই কোনও ব্যক্তির মতামতের প্রভাব পড়বে না সরকারের উপর। ইতিমধ্যেই দলের তরফ থেকে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”
নূপুর শর্মার বক্তব্যের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে দেশে-বিদেশে। দুই ধর্মের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কানপুর। কুয়েতে ভারতীয় পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা চাপানো হয়েছে। নূপুরের বক্তব্যের নিন্দা করেছে অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন (OIC)। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের উপরে। সেই কারণেই কি সাফাই দিলেন পীযূষ, তা নিয়ে আলোচনা চলছে বিশেষজ্ঞদের মতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.