Advertisement
Advertisement
Indian Railway

পুজোর আগে সুখবর দিল রেল, সস্তা হচ্ছে ‘রেল নীর’ জল, নয়া করকাঠামোর সুফল

কত সস্তা হল Rail Neer?

Indian Railway reduce price of water sold in stations and rail
Published by: Anustup Roy Barman
  • Posted:September 21, 2025 6:52 pm
  • Updated:September 21, 2025 7:05 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর ঢাকে কাঠি পড়ার ঠিক আগেই খুশির খবর রেলযাত্রীদের জন্য। এবার জিএসটি ছাড়ের সুবিধা সরাসরি পাবেন রেলযাত্রীরা। কমছে ভারতীয় রেলের নিজস্ব প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বা বোতলবন্দি জল ‘রেল নীর’-এর দাম।  

Advertisement

২২ সেপ্টেম্বর, সোমবার থেকে কার্যকর হবে নতুন জিএসটি। এবার সেই সুবিধা সরাসরি যাত্রীদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। রেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি বোতলে এক টাকা করে কমছে ‘রেল নীর’-এর দাম। ট্রেনের ভিতরে এবং স্টেশনে চত্বের বিক্রি হয় এই জল।

নয়া ঘোষণার আগে পর্যন্ত এক লিটার ‘রেল নীর’-এর দাম ছিল ১৫ টাকা। এবার থেকে তা কমে হবে ১৪ টাকা। এছাড়া ৫০০ মিলিলিটার জলের দাম আগে ছিল ১০ টাকা। সেই দাম এখন হবে নয় টাকা। রেলের বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, সারা দেশের বিভিন্ন স্টেশন এবং ট্রেনে ‘তালিকাভুক্ত’ অন্যান্য ব্রান্ডের জলের বোতলেও এই দাম প্রযোজ্য হবে।

প্রসঙ্গত, জিএসটি চালু হওয়ার পর ওই করকাঠামোর প্রবল বিরোধিতা করে কংগ্রেস। হাত শিবিরের দাবি ছিল, কংগ্রেস জিএসটির পক্ষে কিন্তু সেই জিএসটি অনেক সরল। বিজেপি যে জিএসটি চালু করেছে সেটা জটিল। এক দেশ-এক কর ধারণার পরিপন্থী। তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রথম করকাঠামো চালুর ৮ বছর পর সেটার সরলীকরণ করে বুধবার নেক্সট জেনারেশন জিএসটি চালু করেছে মোদি সরকার। এবারে যে জিএসটি কাঠামো ঘোষণা করা হয়েছে, তাতে অবশ্য বিরোধী শিবির সন্তুষ্ট। কংগ্রেসের দাবি, রাহুল গান্ধী লাগাতার আক্রমণ শানিয়ে আসছেন বলেই বাধ্য হয়ে ৮ বছর পর জিএসটি প্রক্রিয়ার সরলীকরণ করেছে সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ