সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সত্যি হচ্ছে আশঙ্কাই। যত দিন যাচ্ছে তত বাড়ছে দেশের করোনা সংক্রমণের গতি। স্রেফ গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে COVID-19 আক্রান্ত হয়েছেন ২৫ হাজারের কাছাকাছি মানুষ। দেশের মোট আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে সাড়ে সাত লক্ষ। যা রীতিমতো আতঙ্কের। বাদ মানছে না মৃতের সংখ্যাটাও। ইতিমধ্যেই করোনার ছোবলে প্রাণ গিয়েছে ২১ হাজারের বেশি মানুষের।
India reports the highest single-day spike of 24879 new cases and 487 deaths in the last 24 hours. Positive cases stand at 767296 including 269789 active cases, 476378 cured/discharged/migrated & 21129 deaths: Ministry of Health & Family Welfare
Advertisement— ANI (@ANI)
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৪ হাজার ৮৭৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লক্ষ ৬৭ হাজার ২৯৬ জন। এদের মধ্যে ৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৮ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২ লক্ষ ৬৯ হাজার ৭৮৯ জন। অর্থাৎ, সক্রিয় রোগীর থেকে এখন করোনাজয়ীর সংখ্যা দু’লক্ষ বেশি। সংক্রমণের নিরিখে এখনও বিশ্বে তৃতীয় স্থানে আছে ভারত। উপরে শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিল। এর মধ্যে ব্রাজিলের তুলনায় ভারতের সংক্রমণের হার কিছুটা হলেও বেশি।
আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। র দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৮৭ জন। এর ফলে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ২১ হাজার ১২৯ জনে। এদিকে গত কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য হারে বেড়েছে করোনা পরীক্ষার সংখ্যাও। ইতিমধ্যেই দেশে ১ কোটি ৭ লক্ষ ৪০ হাজার ৮৩২ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। প্রায় প্রতিদিনই দু’লক্ষের বেশি মানুষের নতুন করে করোনা পরীক্ষা করা হচ্ছে।
A total of 1,07,40,832 samples tested for till 8th July. Of these, 2,67,061 samples were tested yesterday: Indian Council of Medical Research (ICMR)
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.