সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের করোনা সংক্রমণের নিম্নমুখী ট্রেন্ড অব্যাহত। শনিবারই ৭০ দিনের মধ্যে সর্বনিম্ন হয়েছিল আক্রান্তের সংখ্যা। রবিবার তা আরও কমল। এপ্রিলের পর প্রথমবার দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামল ৮০ হাজারের ঘরে। সেই সঙ্গে কমল মৃত্যুর দৈনিক সংখ্যাও। করোনার দ্বিতীয় ধাক্কা আঘাত হানার পর একটা সময় দেশের অ্যাকটিভ কেস পৌঁছে গিয়েছিল ৪০ লক্ষের কাছাকাছি। সেটা কমতে কমতে আবার নেমে এল ১০ লক্ষের কোঠায়। দেশে সুস্থতার হার বেড়ে হল ৯৫.২৫ শতাংশ।
India reports 80,834 new cases, 1,32,062 patient discharges, and 3,303 deaths in the last 24 hours, as per Union Health Ministry.
AdvertisementTotal cases: 2,94,39,989
Total discharges: 2,80,43,446
Death toll: 3,70,384
Active cases: 10,26,159Total vaccination: 25,31,95,048
— ANI (@ANI)
রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৮০ হাজার ৮৩৪ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। যা গত ৭১ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৪ লক্ষ ৩৯ হাজার ৮৯৮ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লক্ষ ৭০ হাজার ৩৮৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৩০৩ জনের। গত বৃহস্পতিবার বিহার সরকার মৃতের পরিসংখ্যানে সংশোধন করায় দৈনিক মৃতের সংখ্যা ছাড়িয়ে গিয়েছিল ৬ হাজারের গণ্ডি। গতকালও সংখ্যাটা ছিল ৪ হাজারের উপরে। তুলনায় রবিবার সকালের এই পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক।
তবে, স্বাস্থ্যমন্ত্রকের জন্য বড় স্বস্তির জায়গা হল অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে প্রায় ৫০ হাজারের কাছাকাছি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ১০ লক্ষের কাছাকাছি। আপাতত অ্যাকটিভ কেস ১০ লক্ষ ২৬ হাজার ১৫৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লক্ষ ৩২ হাজার ৬২ জন। ইতিমধ্যেই ভারতে ২৫ কোটি ৩১ লক্ষ ৯৫ হাজার ৪৮ জনকে টিকা দেওয়া হয়েছে। নিয়মিত বাড়ছে করোনা পরীক্ষার হারও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.