ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বস্তির দিনে ইতি টেনে নতুন করে সংক্রমণ বাড়ছে দেশজুড়ে। আশঙ্কা করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়ার! প্রতিটি রাজ্যে ফের টেস্টিং এবং টিকাকরণে জোর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। গত কয়েকদিন ধরে ১৭ হাজারেরও বেশি কোভিডের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে তুলছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসের সংখ্যা।
শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ১৭,০৯২ জন। গতকালের তুলনায় যা সামান্য বেশি। দৈনিক সংক্রমণের পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। বর্তমানে দেশের সক্রিয় রোগী বেড়ে হয়েছে ১ লক্ষ ৯ হাজার ৫৬৮। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.২৫ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ২৯ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ১৬৮।
| India reports 17,092 fresh cases, 14,684 recoveries and 29 deaths, in the last 24 hours.
Active cases 1,09,568
Daily positivity rate 4.14%— ANI (@ANI)
২৪ ঘণ্টায় শুধু বাংলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৭৩৯ জন। সেই তুলনায় খানিকটা কম দিল্লির সংক্রমিতের সংখ্যা। রাজধানীতে একদিনে আক্রান্ত ৮১৩ জন। পজিটিভিটি রেট ৫.৩০ শতাংশ। এদিকে শুধু মুম্বইতেই গত ২৪ ঘণ্টায় করোনা থাবা বসিয়েছে ৯৭৮ জনের শরীরে। যদিও গতকালের তুলনায় সংক্রমণের হার কম। তবে সে শহরে কোভিড প্রাণ কেড়েছে ৯ বছরের নাবালিকারও। অ্যাকটিভ কেসের সংখ্যাও হু হু করে বাড়ছে।
এসবের মাঝেই একমাত্র স্বস্তি সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৮ লক্ষ ৫১ হাজার ৫৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৪,৬৮৪ জন। সুস্থতার হার ৯৮.৫৪ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৭ কোটি ৮৪ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ৯ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ১২ হাজার ৫৭০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.