Advertisement
Advertisement
Pak Army Chief

‘আগে অধিকৃত কাশ্মীর খালি করুন’, পাক সেনাপ্রধানের ‘কাশ্মীর’ মন্তব্যের কড়া জবাব নয়াদিল্লির

পাক সেনাপ্রধানের 'দ্বিজাতি তত্ত্ব' মন্তব্যের কড়া জবাব দিয়েছে বিজেপিও।

India Rebukes Pak Army Chief’s Divisive ‘Two-Nation’ Statement
Published by: Subhajit Mandal
  • Posted:April 17, 2025 7:41 pm
  • Updated:April 17, 2025 7:41 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর নাকি পাকিস্তানের ‘জিউগুলার ভেন’ অর্থাৎ প্রধান শিরা! পাক সেনাপ্রধানের বিস্ফোরক মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই কড়া জবাব দিল নয়াদিল্লি। বিদেশমন্ত্রকের হুঁশিয়ারি, “বেআইনিভাবে দখল করে রাখা অধিকৃত কাশ্মীর আগে খালি করুন। বিদেশি সম্পত্তি কী করে আপনার দেশের অবিচ্ছেদ্য অংশ হতে পারে?”

Advertisement

বৃহস্পতিবার প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে পাক সেনার প্রধান আসিম মুনির ভারতকে উদ্দেশ করে একপ্রকার হুঙ্কার ছাড়েন। পাক সেনাপ্রধান বলেন, ” কাশ্মীর নিয়ে আমাদের অবস্থান খুব স্পষ্ট। কাশ্মীর আমাদের জিউগুলার ভেন ছিল, আছে, থাকবে। কাশ্মীরি বীর ভাইরা যে সংগ্রাম চালাচ্ছেন, আমরা তাঁদের সঙ্গ ছাড়ব না। কাশ্মীরকে কোনওদিন ভুলবে না পাকিস্তান।” শারীরবিদ্যা অনুযায়ী, এই জিউগুলার ভেন মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। জিউগুলার ভেনের মাধ্যমেই হৃদপিণ্ড থেকে মাথা এবং ঘাড়ে রক্ত সঞ্চালন হয়। কাশ্মীরকে জিগিউলার ভেনের মতোই পাকিস্তানের অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অঙ্গ হিসাবে তুলে ধরতে চেয়েছেন পাক সেনাপ্রধান। একই সঙ্গে দ্বিজাতি তত্ত্বও তুলে এনে দেশভাগের যন্ত্রণাও উসকে দিতে চেয়েছেন পাক সেনাপ্রধান।

ওই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে কড়া জবাব দিল নয়াদিল্লিও। বিদেশমন্ত্রকের সাফ বক্তব্য, এই মুহূর্তে পাক অধিকৃত কাশ্মীর আর পাকিস্তানের মধ্যে একটিই সম্পর্ক। সেটা শুধু বেআইনিভাবে দখল করে রাখা কাশ্মীরের অংশ খালি করা নিয়ে। আর কোনও ইস্যু নিয়ে কোনওরকম আলোচনা বা আদানপ্রদানের প্রশ্ন নেই। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলছেন, “কোনও বিদেশি জিনিস কীভাবে আপনার প্রধান শিরা বা ‘জিউগুলার ভেন’ হতে পারে? এটা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আর কাশ্মীরে পাকিস্তানের একটাই কাজ, সেটা হল বেআইনিভাবে দখল করে থাকা অংশটা ফাঁকা করে দেওয়া।”

পাক সেনাপ্রধানের ‘দ্বিজাতি তত্ত্ব’ মন্তব্য নিয়ে বিদেশমন্ত্রক সরকারিভাবে কিছু না বললেও বিজেপির তরফে প্রতিক্রিয়া এসেছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলছেন, “পাকিস্তানের অবস্থান স্পষ্ট। আমাদের রাস্তা আলাদা। এবার আমাদের কর্তব্য আমাদের দেশ ও ধর্মকে রক্ষা করা।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ