Advertisement
Advertisement
India Bangladesh

ভারতে বসে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র আওয়ামি লিগের! ঢাকার বিস্ফোরক অভিযোগের পালটা নয়াদিল্লির

বাংলাদেশে দ্রুত নির্বাচন প্রয়োজন, মনে করিয়ে দিয়েছে ভারত।

India reacts to Bangladesh allegation on Awami League office
Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2025 9:08 pm
  • Updated:August 20, 2025 9:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বসে বাংলাদেশবিরোধী কার্যকলাপ চালাচ্ছে আওয়ামি লিগ! বিস্ফোরক অভিযোগ এনেছে বাংলাদেশের বিদেশমন্ত্রক। এহেন মারাত্মক অভিযোগের পালটা এবার মুখ খুলল ভারত। বুধবার বিদেশমন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্রে অনুমোদন দেয় না সরকার।

Advertisement

বুধবার বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, “এই ঘটনা (রাজধানী দিল্লি এবং কলকাতায় দলীয় দপ্তর স্থাপন) ভারতের মাটিতে আওয়ামি নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশ-বিরোধী কর্মকাণ্ডের উদাহরণ।” রাখঢাক না রেখে ঢাকার তরফে বলা হয়েছে, “মানবতাবিরোধী গুরুতর অপরাধে ফৌজদারি মামলা রয়েছে, এমন বহু (আওয়ামি) নেতা ভারতীয় ভূখণ্ডে পলাতক হয়েছেন।” এমনকী তারা গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবী সংস্থার আড়াল দলের হয়ে প্রচার চালান। উপস্থিত প্রেস সদস্যদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দাবি, এই সংবাদ ভারতীয় গণমাধ্যমেই প্রকাশিত হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে ঘুরিয়ে দিল্লিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশবাসীর বিরুদ্ধে কার্যকলাপ চললে তা ভারত-বাংলাদেশ সম্পর্কের উপরে প্রভাব ফেলবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “(এই ধরনের ঘটনা) পারস্পরিক বিশ্বাস এবং শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে ভালো প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার ঝুঁকি তৈরি করে। বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের উপরেও গুরুতর প্রভাব ফেলে।” বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, ভারতে আওয়ামি লিগের পলাতক নেতাদের কার্যকলাপে ফের উভয় দেশের সম্পর্কের অবনতি হবে।

পড়শি দেশের এমন বিস্ফোরক অভিযোগের পরেই বিদেশমন্ত্রকের তরফে বিবৃতি জারি করা হয়। সেখানে বলা হয়, ‘দেশের মাটি থেকে অন্য কোনও রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র মোটেই বরদাস্ত করে না ভারত সরকার। তবে ভারত আবারও মনে করিয়ে দিতে চায়, বাংলাদেশে যত দ্রুত সম্ভব মুক্ত, স্বচ্ছ নির্বাচন হওয়া দরকার।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement