সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধ করা যাবে না অনলাইন বেটিং বা রিয়াল মানি অ্যাপ। এর ফলে বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হবে একাধিক সংস্থা। কর্মহীন হবেন বহু মানুষ। কেন্দ্রের নয়া অনলাইন গেমিং আইনকে চ্যালেঞ্জ করে কর্নাটক হাই কোর্টে মামলা দায়ের করল এক গেমিং সংস্থা। আগামী ৩০ আগস্ট মামলার শুনানি।
A23 নামের ওই গেমিং সংস্থা কর্নাটক হাই কোর্টে একটি মামলা দায়ের করেছে। ওই সংস্থার দাবি, এভাবে হঠাৎ অনলাইন বেটিং বন্ধ করে দেওয়ায় বিপুল ঋণের মধ্যে পড়ে গিয়েছে সংস্থাগুলি। এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে গোটা একটা শিল্পের ভবিষ্যৎ। তাৎপর্যপূর্ণ বিষয় হল, অধিকাংশ অনলাইন ফ্যান্টাসি অ্যাপের দাবি, তাঁরা যেটা চালান সেটা জুয়া নয়। এগুলি আসলে খেলা এবং তাতে দক্ষতার প্রয়োজন হয়। কেন্দ্রের নয়া অনলাইন গেমিং আইনের বিরুদ্ধে দায়ের হওয়া এটাই প্রথম মামলা।
উল্লেখ্য সংসদের বাদল অধিবেশনে ‘দ্য প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল, ২০২৫’ বিলটি পাশ করিয়ে নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। যার ফলে আস্ত শিল্পে লালবাতি ঝুলে গিয়েছে। অনলাইন গেমিং আইন পাশ হওয়ার পর একে একে ড্রিম ১১, এমপিএলের মতো ১১টি বড় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলো বন্ধ করে দিয়েছে। যার অবধারিত ফল প্রচুর মানুষের কর্মহীন হওয়া। ওই বিলের ফলে অন্তত দু’লক্ষ মানুষ এই অনলাইন গেমিং পোর্টাল বন্ধ হলে কাজ হারাবেন। একই সঙ্গে ধাক্কা খাবে দু’লক্ষ কোটি টাকার ব্যবসাও। ফলে অর্থনীতিও যে ধাক্কা খাবে তাতে সন্দেহ নেই।
এই সমস্যার কথা জানিয়ে ইতিমধ্যেই চিঠি লেখা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে। দেশের তিন প্রধান গেমিং সংস্থার তরফে এই শিল্পক্ষেত্রটিকে রক্ষা করার আর্জি জানানো হয়েছে। রাতারাতি সব গেমিং পোর্টাল বন্ধ করায় প্রবল সংকটে পড়বেন এই ক্ষেত্রের সঙ্গে যুক্ত কর্মীরা। গেমস ক্রাফটের মদতপুষ্ট অল ইন্ডিয়া গেমিং ফেডারেশন, ড্রিম ইলেভেনের মদতপুষ্ট ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টস এবং গেমস টোয়েন্টিফোর বাই সেভেনের মদতপুষ্ট ই-গেমিং ফেডারেশনের তরফে দাবি করা হয়েছে, এমন একটা সিদ্ধান্ত একটি নির্দিষ্ট শিল্পক্ষেত্রের কফিনে এক ধাক্কায় শেষ পেরেকটি মেরে দেওয়ার মতো সিদ্ধান্ত। বড় ধাক্কা খাবেন এই দেশের এবং অনেক বিদেশি নাগরিকও। এই যুক্তিগুলি নিয়েই এবার বিচারবিভাগের দ্বারস্থ সংস্থাগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.