ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়রে উপরাষ্ট্রপতি নির্বাচন। রবিবার নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনডিএ জোট। এরপরেই উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ঠিক করতে তড়িঘড়ি বৈঠক ডেকেছে বিরোধীরা। ইন্ডিয়া জোট সোমবার সকালে বৈঠকে বসবে। উপরাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন, সেই নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে রাজ্যসভায় বিরোধী নেতা মল্লিকার্জুন খাড়গের দপ্তরে বৈঠক হবে।
রবিবার নিজেদের জোটের প্রার্থী ঘোষণা করেছে এনডিএ। এরপরেই দ্রুত বিরোধীদের এই বৈঠক। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কিছুটা চাপে পড়েই দ্রুত বৈঠকের সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের। সংসদে এনডিএ জোটের যে সংখ্যা রয়েছে তাতে বিরোধী জোটের পরাজয় একপ্রকার নিশ্চিত হলেও লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি নয় ইন্ডিয়া। এর আগে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জানিয়েছিল, তারা এক যৌথ ‘অরাজনৈতিক’ প্রার্থী দেবে।
রবিবার এনডিএর তরফে মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণনকে উপ-রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। রাধাকৃষ্ণনের তামিলনাড়ুর বাসিন্দা। আগামী বছর তামিলনাড়ুতে রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানকার ভূমিপুত্রকে উপরাষ্ট্রপতি পদে বসানোটা এনডিএর মাস্টারস্ট্রোক বলে মনে করছে রাজনৈতিক মহল।
বিজেপি মনে করছে, আরএসএস-ঘনিষ্ঠ অভিজ্ঞ নেতা রাধাকৃষ্ণনের মনোনয়ন বিরোধী দলগুলোকেও প্রভাবিত করতে পারবেন। এই অবস্থায় দোটানায় তামিলনাড়ুর শাসকদল। ডিএমকে কাকে সমর্থন করবে তা এখনও জানা যায়নি। সোমবার বিরোধী শিবির কী সিদ্ধান্ত নেয় তা দেখার অপেক্ষায় অপেক্ষায় রয়েছে রাজনৈতিক মহল।
রবিবার সংসদীয় বোর্ডের বৈঠকের পর বিজেপি সভাপতি জেপি নাড্ডা রাধাকৃষ্ণনের নাম ঘোষণা করেন। তিনি বলেন, এনডিএ বিরোধীদের সঙ্গে কথা বলবে যাতে ঐকমত্যে পৌঁছানো যায়। গত মাসে জগদীপ ধনকড় হঠাৎ পদত্যাগ করার পর উপরাষ্ট্রপতি নির্বাচন জরুরি হয়ে পড়ে। আগামী ৯ সেপ্টেম্বর ভোট হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২১ আগস্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.