Advertisement
Advertisement

Breaking News

Income tax

বাড়ল আয়কর রিটার্ন জমা করার সময়সীমা, কতটা বাড়ল ডেডলাইন?

কেন এই সিদ্ধান্ত?

Income tax return filing deadline extended from July 31 to September 15

ফাইল ছবি

Published by: Biswadip Dey
  • Posted:May 27, 2025 7:26 pm
  • Updated:May 27, 2025 7:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইটি রিটার্ন ফাইল করবেন ভাবছেন, কিন্তু সময় পাচ্ছেন না? আপনার জন্য সুখবর। ২০২৪-২৫ অর্থবর্ষে আইটি রিটার্ন ফাইল করার সময়সীমা ছিল ৩১ জুলাই। কিন্তু এবার সেই ডেডলাইন একলাফে অনেকটাই বাড়ল। আয়কর দপ্তরের তরফে এই খবর জানানো হয়েছে। কতদিন বেড়েছে সময়সীমা? তা বাড়ানো হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

কিন্তু কেন এই সিদ্ধান্ত? ‘সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস’ তথা সিবিডিটি এই সিদ্ধান্ত নিয়েছে, কেননা নতুন আইটিআর ফর্ম ইস্যু করতে বিলম্ব হয়েছে। পাশাপাশি অন্যান্য পরিবর্তনেও দেরি হয়। কেননা এই বছর বেশ কিছু পরিবর্তন করা হয়েছিল ফর্মে। আর সেই কারণেই আয়কর দপ্তরের কিছুটা বেশি সময় দরকার হয়েছিল। আর সেই কারণেই এই ডেডলাইনের সম্প্রসারণ। এই পরিবর্তনের ফলে চাকরিজীবীরা উপকৃত হবেন। পাশাপাশি যাঁদের অ্যাকাউন্টের অডিট করার প্রয়োজন নেই, তাঁদের ক্ষেত্রেও লাভ হবে।

ঠিক কী ধরনের পরিবর্তন হয়েছে ফর্মে? সিবিডিটি জানাচ্ছে, আইটিআরের ফর্মে যে পরিবর্তন হয়েছে তাতে করদাতাদের সুবিধাই হয়েছে। ফাইলিংয়ের পদ্ধতিকে সহজ বানানোর লক্ষ্যেই পরিবর্তন করা হয়েছে। আসলে এই পরিবর্তনগুলি পরীক্ষা করে দেখার জন্যই সময়ের দরকার ছিল। অবশেষে সেটাই কার্যকর করতে গিয়ে আইটি রিটার্ন ফাইল করার সময়সীমা বাড়ানো হল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement