Advertisement
Advertisement
Congress

‘রাহুল গান্ধী আসিম মুনিরের প্রিয় বন্ধু’, এশিয়া কাপ জয়ে রাহুলের ‘নীরবতায়’ তোপ বিজেপির

'কংগ্রেস দেশের জাতীয় স্বার্থের বিরোধী', অভিযোগ বিজেপির।

'In comatose state', BJP jabs Congress over silence on India's Asia Cup win
Published by: Amit Kumar Das
  • Posted:September 29, 2025 4:25 pm
  • Updated:September 29, 2025 4:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এশিয়া কাপের রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে দুরমুশ করার পর জয়ের আনন্দে মেতেছে গোটা দেশ। ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই ইস্যুতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর তরফে কোনও বার্তা না আসায় তাঁকে কটাক্ষ করল বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, রাহুল গান্ধী পাক সেনাপ্রধান আসিম মুনিরের প্রিয় বন্ধু। কংগ্রেস হল দেশের জাতীয় স্বার্থের বিরোধী।

Advertisement

রাহুলের নীরবতাকে কটাক্ষ করে বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কংগ্রেস হল দেশের জাতীয় স্বার্থের বিরোধী। ক্রিকেটের যুদ্ধক্ষেত্রে পাকিস্তানকে পরাস্ত করার পর ভারতীয় দলকে এখনও অভিনন্দন জানাননি রাহুল গান্ধী। অন্যদিকে, পাকিস্তান যখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে তখন দেখবেন কংগ্রেস নেতারা পাকিস্তানের বিরুদ্ধে খেলোয়াড়ি মানসিকতার কথা বলছেন। কংগ্রেস সবসময় ভারতের পরিবর্তে পাকিস্তানকে সমর্থন করে। আসলে কংগ্রেস হল পাকিস্তানের বি-টিম। অপারেশন সিঁদুর ও অপারেশন তিলকে এই কংগ্রেস পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল। আসলে রাহুল গান্ধী হলেন আসিম মুনিরের বন্ধু।’

রাহুলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘মনে হচ্ছে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অসাধারণ জয় রাহুল গান্ধী ও পুরো কংগ্রেসকে কোমায় পাঠিয়ে দিয়েছে। ঠিক যেখানে অপারেশন সিঁদুরের পর ভারতীয় সেনাকে ওরা অভিনন্দন জানায়নি, এখন দেশের ক্রিকেট দলের অসাধারণ জয়ের পর এই সাফল্য উদযাপনে যোগ দেওয়া ঠিক হবে কিনা তা নিয়ে ওরা চিন্তিত। ওরা মনে হয় মহসিন নকভি ও পাকিস্তানের অন্যান্য হ্যান্ডেলারদের অনুমতির জন্য অপেক্ষা করছে।’ তাঁর অভিযোগ, ভারতের জন্যের পর কংগ্রেসের কোনও নেতা ভারতের দলকে অভিনন্দন জানিয়ে একটিও সোশাল মিডিয়া পোস্ট করেননি।

উল্লেখ্য, অপারেশন সিঁদুরের পর ভারত-পাক এশিয়া কাপের এই ফাইনাল ম্যাচ যুদ্ধের চেয়ে কম কিছু ছিল না। রবিবার এশিয়া কাপের ফাইনালে ৫ উইকেটে জয়ী হয়েছে ভারত। এরপরেই এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত টুইট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল…ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই।” উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ২৫ পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। বদলা নিতে ৭ মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এর জেরে ধ্বংস হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গিঘাঁটি। এর পরেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চার দিন পর সংঘর্ষবিরতি হলেও এখনও উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।

রবিবার এশিয়া কাপের ফাইনালে ৫ উইকেটে জয়ী হয়েছে ভারত। এরপরেই এক্স হ্যান্ডেলে সংক্ষিপ্ত টুইট করেন প্রধানমন্ত্রী মোদি। তিনি লিখেছেন, “খেলার মাঠে অপারেশন সিঁদুর। একই পরিণতি হল…ভারত জিতল! আমাদের ক্রিকেটারদের অভিনন্দন জানাই।” উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁও পাক মদতপুষ্ট জঙ্গি হামলায় ২৫ পর্যটক-সহ মোট ২৬ জনের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়। বদলা নিতে ৭ মে পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালায় ভারতীয় সেনা। এর জেরে ধ্বংস হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গিঘাঁটি। এর পরেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। চার দিন পর সংঘর্ষবিরতি হলেও এখনও উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ