Advertisement
Advertisement

Breaking News

Telangana

শিশুদের যৌনতার ভিডিও আপলোড! বিশেষ অভিযানে ধৃত আইআইটির পড়ুয়া-সহ ১৫

অভিযুক্তরা সকলেই শিক্ষিত বলে পুলিশ জানিয়েছে।

IIT Graduate Among 15 Arrested in Telangana

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 20, 2025 2:36 am
  • Updated:June 20, 2025 2:37 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিশুদের নিয়ে অনলাইনে যৌন ব্যবসা! তদন্তে নেমে বড় সাফল্য পেল তেলেঙ্গানা পুলিশ। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ১৫ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য সাইবার ক্রাইম ব্যুরো। এদিকে ধৃতদের তালিকা দেখে তাজ্জব পুলিশও। জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আইআইটির স্নাতক। এমনকী একজন ইঞ্জিনিয়র পড়ুয়াও রয়েছেন এই তালিকায়।

রাজ্য সাইবার ক্রাইম ব্যুরোর ডিরেক্টর শিখা গোয়েল জানান, বেশ কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ আসছিল। সেই মতো বুধবার রাজ্যজুড়ে অভিযান চালানো হয়। গ্রেপ্তার করা হয় ১৫ জনকে। তবে অভিযুক্তদের মধ্যে কয়েকজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ছিলেন এটা হয়তো কল্পনাও করতে পারেনি পুলিশ।

তেলেঙ্গানা সাইবার ক্রাইম ব্যুরোর তরফে জানানো হয়েছে, রাজ্যের বিভিন্ন থানায় জমা পড়া একাধিক অভিযোগের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে বেশিরভাগের বয়স ২০ বছরের আশেপাশে। তাছাড়া এরা প্রত্যেকেই শিক্ষিত। মৃলত ৬ থেকে ১৪ বছর বয়সি শিশুরা এদের টার্গেট ছিল।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা সকলেই মধ্যবিত্ত পরিবারে বসবাস করে। তাছাড়া এরা প্রত্যকেই শিক্ষিত। ধৃতদের মধ্যে আইআইটি থেকে স্নাতক পাশ করা যুবক বর্তমানে তিনি একটি নামী বেসরকারী সংস্থায় কর্মরত ছিলেন। এরা প্রত্যেকেই শিশুদের নগ্ন ভিডিও তুলে তা আপলোড করে ছড়িয়ে দিত। এদিকে পুলিশের প্রাথমিক অনুমান গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই কোনও গ্যাংয়ের সঙ্গে যুক্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানান চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। পাশাপাশি এই ঘটনায় বড় কোনও মাথা রয়েছে নাকি সে বিষয়ে জানতে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement