সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ। সোমবার মণিপুরের মোরেহতে ১০২ নং জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময়েই রিমোট কন্ট্রোলের সাহায্যে সেনার কনভয়ে বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনায় এখনও অবধি এক জওয়ানের মৃত্যু হয়েছে। এছাড়া এক সেনা আধিকারিক সহ মোট তিনজন আহত হয়েছেন। আহতদের ইতিমধ্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
One soldier martyred & 01 JCO & 02 soldiers injured in IED blast today on NH-102 near Moreh, Manipur (1/2)
Advertisement— EasternCommand_IA (@easterncomd)
Injured evacuated to hospital. Condition of one soldier critical. Remaining two stable. NOK of martyred soldier being notified (2/2)
— EasternCommand_IA (@easterncomd)
এদিন মণিপুর-মায়ানমারের সীমান্তের খুব কাছেই ঘটনাটি ঘটেছে। ‘১৬৫ টেরিটোরিয়াল আর্মি’ কনভয় যাওয়ার সময়ই হঠাৎ করেই বিস্ফোরণটি ঘটানো হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। বাকি তিনজনকে হেলিকপ্টারের সাহায্যে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয়।এই ঘটনার জন্য কারা দায়ী সেটা এখনও জানা যায়নি। তবে এই হামলার পিছনে নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন(কে) ও উলফা(পরেশ পন্থী)-র হাত রয়েছে বলে মনে করছেন সেনা আধিকারিকরা। ইতিমধ্যে গোটা এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।
প্রসঙ্গত, উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে জঙ্গিগোষ্ঠীগুলির বিরুদ্ধে ‘অলআউট’ অপারেশন চালাচ্ছে সেনা। আর তাই মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের গভীর জঙ্গলে আশ্রয় নিয়েছে জঙ্গিরা। সেখান থেকেই ভারতীয় সেনার ওপর মাঝেমধ্যেই অতর্কিতে হামলা চালাচ্ছে তারা। জানা গিয়েছে, ভারতের প্রতিবেশী দেশ চিনের মদতেই এই ধরনের নক্ক্যারজনক কাজ করে চলেছে এই জঙ্গিগোষ্ঠীগুলি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.