Advertisement
Advertisement

Breaking News

IAF chief

‘এমন প্রতিশ্রুতি দেন কেন?’, প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে দেরি নিয়ে বিস্ফোরক বায়ুসেনা প্রধান, প্রশ্নে মোদি সরকার

দেশের অস্ত্র উৎপাদনকারী সরবরাহগুলির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন সরব বিরোধীরাও।

IAF chief bombshell on delayed delivery of defence projects
Published by: Subhajit Mandal
  • Posted:May 30, 2025 10:08 am
  • Updated:May 30, 2025 10:08 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়মতো প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ না করা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী সরকারি সংস্থাগুলির উদ্দেশে তাঁর প্রশ্ন, যে প্রতিশ্রুতি পূরণ করতে পারবেন না, সেই প্রতিশ্রুতি দেন কেন?

বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে বায়ুসেনা প্রধান বলেন, “আমার মনে হয়, এমন একটিও প্রকল্প নেই যেটি সময়মতো সম্পন্ন হয়েছে। এই বিষয়টির উপর আমাদের নজর দিতে হবে। এমন কোনও প্রতিশ্রুতি আমরা কেন দেব, যা পূরণ করা সম্ভব নয়?” আক্ষেপের সুরে বায়ুসেনা প্রধান বলেন, “চুক্তি স্বাক্ষর করার সময় কখনও কখনও আমরা নিশ্চিত থাকি যে, এটি সময়মতো পাওয়া যাবে না। তা-ও আমরা চুক্তিতে স্বাক্ষর করি।”

এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং বললেন, “আকাশকে শক্তিশালী করতে হবে। বায়ুসেনা শক্তিশালী না হলে কোনও অভিযানই সাফল্য পাবে না। এটা এই অভিযানে (অপারেশন সিঁদুর) বুঝতে পারা গিয়েছে। আমাদের নিজেদের দেশে শুধু উৎপাদন করলেই হবে না, যুদ্ধাস্ত্র ডিজাইনও করতে হবে।” তেজস এমকে ১এ যুদ্ধবিমানের দেরিতে সরবরাহ নিয়ে এয়ার চিফ মার্শালের অভিযোগ, ২০২১ সালের ফেব্রুয়ারিতে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) সঙ্গে ৪৮,০০০ কোটি টাকার চুক্তি হয়েছিল। এখন স্থগিত রয়েছে। ৮৩টি অর্ডার করা বিমানের মধ্যে ২০২৪ সালের মার্চ মাসে প্রাথমিকভাবে সরবরাহ শুরু হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।

উল্লেখ্য, দেশের বিভিন্ন প্রান্তে ভাষণ দিতে গিয়ে অপারেশন সিঁদুর নিয়ে কৃতিত্ব জাহিরের চেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিকে যে বায়ুসেনার বীরত্বে পহেলগাঁও হামলার বদলা ভারত নিয়েছে সেই বায়ুসেনার তরফেই এবার যুদ্ধাস্ত্র সরবরাহ নিয়ে প্রশ্ন তোলা হল। বায়ুসেনা প্রধানের এই জাতীয় নিরাপত্তার প্রতি মোদি সরকারের দায়বদ্ধতা নিয়েই প্রশ্ন উঠে যাচ্ছে। দেশের অস্ত্র উৎপাদনকারী সরবরাহগুলির বেহাল দশা নিয়ে দীর্ঘদিন সরব বিরোধীরাও। অথচ, সরকারের কার্যত হেলদোল নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement