ফাইল ফটো
গোটা বিশ্ব করোনার জেরে ত্রস্ত। দিন দিন দাপট বেড়েই চলেছে মারণ জীবাণুর। বিশ্বে ৩৩ লক্ষেরও বেশি মানুষ আক্রান্ত। মৃতের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার ছাড়িয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার পেরিয়েছে। মৃত্যু হয়েছে ১১৫২ জনের। এই পরিস্থিতিতে করোনা সংক্রমণকে জব্দ করতে ১৭ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। বাংলার করোনা পরিস্থিতিও সন্তোষজনক নয়। ৩৩ জনের মৃ্ত্যু হয়েছে এ রাজ্যে। আক্রান্ত ৫৭২। পরিস্থিতি মোকাবিলায় তৈরি হয়েছে কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটি। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:
রাত ১০.১০: করোনা যোদ্ধাদের সম্মান জানাবে ভারতীয় সেনার তিন বাহিনী। তাদের এই পদক্ষেপের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
I welcome the announcements by the Chief of Defence Staff today….Now, our Forces are, in a unique way, saying a big thank you to our frontline COVID-19 warriors for their endeavour towards making India COVID-19 free: PM Narendra Modi
— ANI (@ANI)
রাত ১০: শনি ও রবিবারেও আইসিএসই এবং আইএসসি-র পরীক্ষা হবে। শুক্রবার ‘কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনস’ (সিআইএসসিই)-এর চিফ এক্সিকিউটিভ জেরি অ্যারাথুন একথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, ৬ থেকে ৮ দিনের মধ্যে স্থগিত থাকা সমস্ত পরীক্ষা শেষ করা হবে। তবে এদিন স্থগিত থাকা পরীক্ষা কবে শুরু হবে সেই তারিখ ঘোষণা হয়নি। সিআইএসসিই জানিয়েছে পরীক্ষা শুরুর অন্তত ৮ দিন আগে বিজ্ঞপ্তি জারি হবে।
রাত ৮: শ্রমিক স্পেশ্যাল ট্রেনে চড়ে কেরল থেকে ভূবনেশ্বরে ফিরছেন ১১৪০ জন পরিযায়ী শ্রমিক।
Kerala: Migrant labourers begin to arrive at Aluva railway station to board the ‘Shramik Special Train’ to Bhubaneshwar, Odisha, Around 1140 migrant labourers from here will board the special train to Odisha
— ANI (@ANI)
সন্ধে ৭.৫৮: মহারাষ্ট্রের নাসিক থেকেও লখনউ, উত্তরপ্রদেশ, ভোপালের বাসিন্দা বহু পরিযায়ী শ্রমিক বিশেষ ট্রেনে চড়ে বাড়ি ফিরছেন।
Maharashtra: Migrant labourers begin to arrive at Nashik railway station to take ‘Shramik Special Trains’ to Lucknow, Uttar Pradesh and Bhopal, Madhya Pradesh.
— ANI (@ANI)
সন্ধে ৭.২৬: পরিযায়ী শ্রমিক, পর্যটক, পড়ুয়াদের ফেরানোর বন্দোবস্ত করতে দিল্লিতে ১০ জন নোডাল অফিসার নিয়োগ করা হল।
Delhi government appoints 10 nodal officers to coordinate with different states for movement of stranded persons, following MHA order.
— ANI (@ANI)
সন্ধে ৭.১০: গ্রিন জোনে ৬ ফুট দূরত্বে খুলবে মদ এবং পানের দোকান। তবে কোনওভাবেই দোকানে ৫ জনের বেশি মানুষকে একসঙ্গে ভিড় জমাতে দেওয়া চলবে না, লকডাউন বর্ধিতকরণের নোটিসে উল্লেখ স্বরাষ্ট্রমন্ত্রকের।
Liquor stores & paan shops will be allowed to function in green zones while ensuring minimum six feet distance (2 gaz ki doori) from each other & ensuring that not more 5 persons are present at one time at the shop: MHA on the extension of for two weeks from May 4
— ANI (@ANI)
সন্ধে ৬.২৬: ১৭ মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ, বিজ্ঞপ্তি জারি স্বরাষ্ট্রমন্ত্রকের। গ্রিন এবং অরেঞ্জ জোনে কিছু কিছু ক্ষেত্রে থাকবে ছাড়।
Ministry of Home Affairs issues order under the Disaster Management Act, 2005 to further extend the Lockdown for a further period of two weeks beyond May 4: MHA
— ANI (@ANI)
সন্ধে ৬.১০: একেবারে প্রথম সারিতে দাঁড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছেন চিকিৎসক এবং নার্সরা। করোনা যোদ্ধাদের সম্মান জানাতে রবিবার ভারতের আকাশে উড়বে যুদ্ধবিমান, জানালেন বিপিন রাওয়াত।
The Navy on its part will have its warships deployed in formations in coastal areas in the evening on May 3. Navy warships would also be lit up and their choppers would be used for showering petals on hospitals: Chief of Defence Staff General Bipin Rawat
— ANI (@ANI)
সন্ধে ৬: দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫ হাজার ৩৬৫ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৫২।
Total number of positive cases in India rises to 35365 including 9064 cured/discharged and 1152 deaths: Ministry of Health and Family Welfare
— ANI (@ANI)
বিকেল ৫টা: ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
Lucknow: Chief Minister Yogi Adityanath holds interaction with labourers in the state through video conference.
— ANI UP (@ANINewsUP)
বিকেল ৪.৩০: দেশের বিভিন্ন রাজ্যে আটকে পড়া পড়ুয়া, পরিযায়ী শ্রমিক ও পর্যটকদের ঘরে ফেরানোর জন্য বিশেষ ট্রেন চালাবে রেল। শর্তসাপেক্ষে অনুমতি দিল কেন্দ্র।
Ministry of Home Affairs allows the movement of migrant workers, tourists, students and other persons stranded at different places, by special trains.
— ANI (@ANI)
বিকেল ৪টে: একই ব্যাটালিয়নের আরও ১২ জন সিআরপিএফ জওয়ান করোনা আক্রান্ত। ওই ব্যাটালিয়নে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬০।
12 more jawans of CRPF of the same battalion which has recorded maximum COVID-19 cases, tested positive today. The total number of COVID-19 cases in the battalion crosses 60: Central Reserve Police Force (CRPF)
— ANI (@ANI)
দুপুর ৩.৩০: ৪৮ ঘণ্টায় দিল্লিতে ৫ জন আইটিবিপি জওয়ান করোনা আক্রান্ত। তাঁদের মধ্যে দুজন দিল্লি পুলিশের সঙ্গে লকডাউনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছিল।
In the last 48 hours, 5 jawans of ITBP have tested COVID-19 positive in Delhi. 2 of them were performing law and order duty in Delhi with police: Indo-Tibetan Border Police (ITBP)
— ANI (@ANI)
দুপুর ২.৫০: ৩০ এপ্রিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে বলা হয়েছিল বাংলায় চারটি রেড জোন। একদিনের মধ্যে রাজ্যে রেড জোন বেড়ে ১০টি জেলা কী করে হল, প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বাস্থসচিবকে চিঠি রাজ্যের স্বাস্থ্যসচিব বিবেক কুমারের।
West Bengal Principal Health Secretary Vivek Kumar writes to the Union Health Ministry, informing it that there are only 4 red zones in the State as against ’10 shown in the presentation during the Cabinet Secretary’s video conference with States on April 30′.
— ANI (@ANI)
দুপুর ২.৩০: লকডাউনের মধ্যে মধ্যবিত্তের স্বস্তি। অনেকটাই দাম কমল ভরতুকিহীন এলপিজি সিলিন্ডারের।
Price of non-subsidised LPG cylinders has been reduced by Rs 162.50 per unit in Delhi, Rs 190 in Kolkata, Rs 135.5 in Mumbai, Rs 192 in Chennai.
— ANI (@ANI)
দুপুর ১.৫০: পালঘর সাধুহত্যা মামলায় আরও ৫ জনকে গ্রেপ্তার করল মহারাষ্ট্র পুলিশ। ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হল ১১৫।
Five more people have been arrested in connection with the Palghar lynching case. They will be produced before a local court later today. A total of 115 people including 9 minors have been arrested in the case so far: Palghar Police
— ANI (@ANI)
দুপুর ১.৩০: পরিযায়ী শ্রমিকদের ফেরাতে পয়েন্ট টু পয়েন্ট বিশেষ ট্রেন চালানোয় অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।
Chhattisgarh CM Bhupesh Baghel writes to PM Narendra Modi, demanding ‘point to point’ special trains to bring back migrant labourers who are stranded in other States amid . “A request has already been made to Union Home Minister Amit Shah,” the letter reads.
— ANI (@ANI)
দুপুর ১টা: রাজ্যবাসীকে আরও একটু ধৈর্য ধরতে বললেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। জানালেন, পরিস্থিতি দেখে ৩ মে’র পর রাজ্যের কিছু জায়গায় লকডাউন শিথিল করার কথা ভাবছে প্রশাসন।
We will surely give relaxations after May 3 seeing the condition of specific areas but be cautious & co-operate, else whatever we have achieved in the past few days will be lost. So, we will go ahead with patience and caution: Maharashtra Chief Minister Uddhav Thackeray.
— ANI (@ANI)
বেলা ১২.৩০: মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০ হাজার পেরল। ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু ২৭ জনের। মৃতের সংখ্যা বেড়ে হল ৪৫৯।
583 news cases and 27 deaths reported in Maharashtra today. Total 10498 positive cases and 459 deaths have been reported in the state till date. Mortality Rate stands at 4.37%: Maharashtra Health Department
— ANI (@ANI)
বেলা ১২টা: গাইডলাইন মেনে করোনা সংক্রমণমুক্ত জোন করতে হবে। কেন্দ্রের নয়া নির্দেশিকা রাজ্যগুলিকে। রাজ্যগুলির মুখ্যসচিবকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব।
Union Health Secry Preeti Sudan writes to Chief Secys of all states/UTs, designating dists across all states/UTs as Red, Orange & Green Zones.
Since recovery rates have gone up, distritcs are now being designated across various zones duly broad-basing the criteria: Preeti Sudan
— ANI (@ANI)
সকাল ১১.৪০: ভিনরাজ্যে আটকে থাকা ৩০ লক্ষ পরিযায়ী শ্রমিকের পাশে আছে সরকার। তাঁদের ভরণপোষণের সবরকম ব্যবস্থার আশ্বাস দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
अब तक ऐसे 30 लाख निर्माण श्रमिकों के साथ अन्य सभी श्रमिकों को ये सुविधा उपलब्ध कराई गई है। आज हम एक बार फिर से अपने 30 लाख श्रमिक वर्ग को दूसरी बार भरण पोषण भत्ता की राशि जारी कर रहे हैं: उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ
— ANI_HindiNews (@AHindinews)
সকাল ১১.২০: গুজরাটের গোধরায় কনটেনমেন্ট জোনে পুলিশের সঙ্গে স্থানীয়দের গন্ডগোল। পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।
Gujarat:A clash broke out between police&locals in Panchmahal in Godhra last night amid lockdown. Leena Patil,SP says,”Barricading of containment area was being done by civic authorities&police,some locals protested&pelted stones.We used tear gas&situation under control”
— ANI (@ANI)
সকাল ১১.১৫: ১২০০ পরিযায়ী শ্রমিকদের নিয়ে তেলেঙ্গানা থেকে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা হল বিশেষ ট্রেন।
সকাল ১১টা: মহারাষ্ট্রে বিধান পরিষদের নির্বাচনের জন্য অনুমোদন দিল জাতীয় নির্বাচন কমিশন।
Election Commission of India (ECI) grants permission for holding elections to the Legislative Council (MLCs) in Maharashtra. The necessary guidelines will need to be ensured for safety against during the elections
— ANI (@ANI)
সকাল ১০.৪৫: রাজ্যে রেশন দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ খাদ্য দপ্তরের। ২৮৩ জন রেশন ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল।
সকাল ১০.৩০: লকডাউনের জের, এপ্রিল মাসে দেশে মারুতি সুজুকির একটি গাড়িও বিক্রি হয়নি।
Maruti Suzuki India Limited (MSIL) recorded zero sales in the domestic market in the month of April, due to
— ANI (@ANI)
সকাল ১০টা: মধ্যপ্রদেশের টিকমগড়ে আশাকর্মীর উপর হামলা, গ্রেপ্তার অভিযুক্ত।
Accused, Rajendra Ahirwar has been arrested for attacking and misbehaving with the Asha worker in Nargunda village when she along with a medical team had gone to carry out medical checkup in the village: M Farroqui, Station House Officer, Rural Tikamgarh, Madhya Pradesh (30.4)
— ANI (@ANI)
সকাল ৯.৪৫: কেন্দ্রীয় অর্থনীতি সংক্রান্ত দপ্তরের নয়া সচিব হিসাবে দায়িত্ব নিলেন তরুণ বাজাজ।
Tarun Bajaj takes over as the new Secretary, Dept of Economic Affairs (DEA), after superannuation of Atanu Chakraborty on 30 April. Tarun Bajaj, Indian Administrative Service officer of Haryana Cadre, previously held charge as Additional Secy in PM’s Office: Ministry of Finance
— ANI (@ANI)
সকাল ৯.৩০: দেশে ২৪ ঘণ্টায় ৭৩ জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত প্রায় ২ হাজার।
1,993 COVID-19 cases, 73 deaths reported in the last 24 hours in India, total count stands at 35,043: Ministry of Health and Family Welfare
Read Story |
— ANI Digital (@ani_digital)
সকাল ৯.১৫: মহারাষ্ট্র দিবস উপলক্ষে রাজ্যপালের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
Maharashtra: Chief Minister Uddhav Thackeray paid a courtesy visit to Raj Bhavan on the occasion of ‘Maharashtra Day’ today and met Governor Bhagat Singh Koshyari.
— ANI (@ANI)
সকাল ৯টা: মহারাষ্ট্রে প্রথম প্লাজমা থেরাপি প্রয়োগ করা করোনা আক্রান্তের মৃত্যু।
A 53-year-old male patient, the first to undergo plasma therapy in Maharashtra passed away on 29th April: Dr Ravishankar, CEO Lilavati Hospital, Mumbai
— ANI (@ANI)
সকাল ৮.৫০: দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৪৭। আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়াল, সুস্থ হয়েছেন ৮,৮৮৯ জন। তথ্যসূত্র কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
73 deaths and 1993 new cases reported in the last 24 hours in the country due to .
— ANI (@ANI)
সকাল ৮.৩০: ২৪ ঘণ্টায় আমেরিকায় প্রায় ২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু।
United States of America (USA) recorded more than 2,000 deaths in the past 24 hours: AFP news agency
— ANI (@ANI)
সকাল ৮টা: পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানোর জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরি।
Congress leader Adhir Ranjan Chowdhury requested Prime Minister Narendra Modi to facilitate the return of migrant labourers stranded across different states by trains while ensuring all safety protocols
Read Story |
— ANI Digital (@ani_digital)
সকাল ৭.৩০: রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন আক্রান্ত। হাসপাতালে ভরতি হয়েছেন তিনি।
সকাল ৭টা: চিনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (WHO) তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Yes, I have. I think World Health Organisation should be ashamed of themselves because they are like the public relations agency for China: US President Trump on being asked if he has seen anything that suggests the Wuhan Institute of Virology in China was the origin of
— ANI (@ANI)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.