সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময়টা তিন দশকেরও বেশি। সংসদের সঙ্গে প্রণব মুখোপাধ্যায়ের সম্পর্ক একরকম অচ্ছেদ্যই ছিল। এতদিনে তাতে ইতি পড়ল। আর বিদায়বেলায় নিজেকে সংসদেরই সৃষ্টি বলে ব্যাখ্যা করলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।
[ রাইসিনার পর কোথায় যাবেন প্রণব মুখোপাধ্যায়, নতুন ঠিকানা কতটা তৈরি? ]
দ্বিতীয়বার তাঁকে রাষ্ট্রপতি পদে চেয়েছিলেন অনেকেই। কিন্তু তিনি রাজি হননি। পড়াশোনা নিয়ে থাকার ইঙ্গিত দিয়েছিলেন। ফলে সংসদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কে আপাতত ইতি পড়ল। আজ সংসদের সেন্ট্রাল হলে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জাতীয় রাজনীতির প্রায় সকলেই। লোকসভার স্পিকার সমস্ত সাংসদদের স্বাক্ষর সম্বলিত একটি বই উপহার দেন প্রণববাবুকে। নিজের বিদায়ী বক্তৃতায় নস্ট্যালজিক হয়ে পড়লেন প্রণব মুখোপাধ্যায়। দীর্ঘদিন ভারতীয় রাজনীতির নানা উত্থান পতনের সাক্ষী। সংসদে কত বিদগ্ধ নেতাদের বক্তৃতা শুনেছেন, সে কথা আজ ফিরে ফিরে এল তাঁর স্মৃতিচারণায়। এদিনও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকেই নিজের রাজনৈতিক মেন্টর হিসেবে স্বীকৃতি দিলেন। সেই সঙ্গে জানালেন, তিনি এই সংসদের সৃষ্টি এ কথা বললে মোটেও অত্যুক্তি করা হবে না। সেই জরুরি অবস্থা থেকে শুরু করে জিএসটি পর্যন্ত- ভারতীয় রাজনীতির নানা প্রসঙ্গ এদিন ছুঁয়ে যান তিনি। বুঝিয়ে দেন তাঁর রাজনৈতিক সফরের ব্যাপ্তিও। পাশাপাশি তুলে ধরলেন দেশের সংবিধান, অখণ্ডতা ও ধর্মীয় সহিষ্ণুতার কথাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা যে মধুর, সে কথাও বলতে ভোলেননি।
If I claim I am the creation of this Parliament, perhaps it will not be treated as immodesty: President Pranab Mukherjee in farewell speech
— ANI (@ANI_news)
LS Speaker presented a book signed by MPs and her speech to President Mukherjee during farewell ceremony hosted in Parliament’s Central Hall
— ANI (@ANI_news)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.