Advertisement
Advertisement
Chhattisgarh High Court

‘স্ত্রীর মোবাইলের পাসওয়ার্ড চাওয়া গার্হস্থ্য হিংসা’, মন্তব্য হাই কোর্টের

একটি ডিভোর্সের মামলায় এমনই পর্যবেক্ষণ উচ্চ আদালতের।

Husband forcing wife to bank passwords is domestic violence, says Chhattisgarh High Court
Published by: Biswadip Dey
  • Posted:July 17, 2025 6:12 pm
  • Updated:July 17, 2025 6:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর কাছে তাঁর মোবাইলের পাসওয়ার্ড চাইতে জোর করতে পারেন না স্বামী। ব্যাঙ্ক ডিটেইলও চাওয়া যায় না তাঁর থেকে। চাইলে তা ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ এবং গার্হস্থ্য হিংসার শামিল বলে ধরতে হবে। এক মামলায় এমনই মন্তব্য ছত্তিশগড় হাই কোর্টের।

Advertisement

ডিভোর্সের একটি মামলা চলছিল হাই কোর্টে। তার শুনানির সময়ই বিচারপতি রাকেশমোহন পাণ্ডে তাঁর পর্যবেক্ষণ জানান। বলেন, বিয়ে হওয়া মানেই স্ত্রীর ব্যক্তিগত জিনিসপত্র, ব্যক্তিগত তথ্যের অধিকার পেয়ে যাবেন স্বামী, বিষয়টা এমন নয়। তাঁর কথায়, ”স্বামী স্ত্রীর থেকে তাঁর মোবাইলের পাসওয়ার্ড চাইতে পারেন না। এতে ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘিত হয় এবং তা গার্হস্থ্য হিংসাকর শামিল। বৈবাহিক গোপনীয়তা ও পারস্পরিক স্বচ্ছতার মধ্যে ভারসাম্য থাকা প্রয়োজন।”

২০২২ সালের ৪ জুলাই বিয়ে হয়েছিল ওই দম্পতির। কিন্তু ১৫ দিন বাদেই নববধূ বাপের বাড়িতে যান। স্বামীর অভিযোগ, এরপর থেকেই স্ত্রীর ব্যবহার আচমকাই বদলে যায়। স্বামীর ভাই ও মায়ের সঙ্গে তিনি দুর্ব্যবহার করেন বলেন দাবি। সেই সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরতেও তিনি রাজি হননি। অক্টোবরে তিনি দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য আদালতের দ্বারস্থ হন। এদিকে এরপরই তাঁর স্ত্রী রাজনন্দগাঁওয়ের পারিবারিক আদালতে স্বামীর মা, বাবা এবং ভাইয়ের বিরুদ্ধে পারিবারিক হিংসার অভিযোগ করেন।

পরে স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেন স্বামী। শুনানির সময় তিনি আর্জি জানান, তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ রয়েছে। সেই কারণে কল ডিটেইল রেকর্ড বের করার আবেদন করেন তিনি। সেই আবেদন নিম্ন আদালতে খারিজ হতেই উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি। এবার হাই কোর্ট জানিয়ে দিল এভাবে কারও ব্যক্তিগত গোপনীয়তাকে লঙ্ঘন করা যায় না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement