সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি বড় এলাকা ঘিরে পাশাপাশি একাধিক স্টল। লোকজনের ভিড় উপচে পড়ছে। আচমকাই চিৎকার৷ কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বেশ কয়েকটি স্টল। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। হায়দরাবাদের নামিশে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই অন্তত আড়াইশোটিরও বেশি স্টল। অগ্নিদগ্ধ অন্তত সাত। তাঁদের অবস্থা অত্যন্ত সংকটজনক।
হায়দরাবাদের নামপল্লির নামিশের প্রদর্শনী ময়দানে অল ইন্ডিয়া ইন্ডাস্ট্রিয়াল এগজিবিশন চলছে৷ চলবে টানা ৪৫ দিন। তার মাঝেই দুর্ঘটনা। ওই অনুষ্ঠান চলাকালীন বুধবার সন্ধেয় মহেশ কো-অপারেটিভ ব্যাংকের স্টল থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা৷ আগুনও জ্বলতে দেখা যায়৷ দ্রুত তা ছড়িয়ে পড়ে আশপাশের স্টলগুলিতেও। দাহ্য বস্তু থাকায় আগুন ভয়াবহ চেহারা নেয়। মুহূর্তের মধ্যে আগুন একে একে ওই ময়দানেক ২৫০টি দোকানে ছড়িয়ে পড়ে৷ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে দমকলের ১৩টি ইঞ্জিন। তবে আগুন সম্পূর্ণ এথনও বাগে আনা যায়নি। বৃহস্পতিবারও ঘটনাস্থলে রয়েছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। ধোঁয়ায় কালো হয়ে গিয়েছে গোটা এলাকা৷ আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন বেশ কয়েকজন দমকল কর্মী। উদ্ধারকাজ শুরু করেছেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা দল। ক্ষতিগ্রস্ত বাকি স্টলগুলিও। অনেক টাকার সম্পত্তি নষ্ট হওয়ায় মাথায় হাত ব্যবসায়ীদের।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড৷ যদিও এটাই সঠিক কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ জোনাল কমিশনার মুশারফ ফারুকি জানিয়েছেন, ‘‘আহতদের চিকিৎসা চলছে। ব্যবসায়ীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.