সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টুইটার না থাকলে দেশের রাজনীতিবিদদের একাংশের রসবোধ বোধহয় অজানাই থাকত। এই যেমন, স্বরাজ কৌশল। সুষমা স্বরাজের স্বামী ছাড়াও যাঁর পরিচয় দক্ষ আইনজীবী এবং প্রাক্তন রাজ্যপাল হিসাবে। এহেন হাই প্রোফাইল স্বরাজ কৌশলকে এক নেটিজেন অদ্ভুত প্রশ্ন করে বসেন। কৌতুহলের বশে ওই টুইটার অ্যাকাউন্টধারী স্বরাজের কাছে জানতে চান সুষমা স্বরাজের রোজগার কত? সুষমা স্বরাজের স্বামী প্রশ্নটি এড়িয়ে না গিয়ে কৌশলী উত্তর দেন। স্বরাজ কৌশলের এই জবাব টুইটার দুনিয়ার নজর কেড়েছে।
তিনি টুইটারে স্বচ্ছন্দ। প্রায় সবসময় সোশ্যাল মিডিয়ায় সজাগ। বিদেশে কোনও ভারতীয় অসুবিধায় পড়লে তিনি টুইটারের মাধ্যমে অর্ধেক কাজের সমাধান করে দেন। বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের এই সক্রিয়তা কারও অজানা নয়। তবে তাঁর স্বামী স্বরাজ কৌশলও কম যান না। টুইটারে তিনি সমান সক্রিয়। টুইট করাটা যে বেশ মজাদায়ক তা প্রতি মুহূর্তে বুঝিয়ে চলেছেন স্বরাজ। বিদেশমন্ত্রীর স্বামী ছাড়াও তিনি দেশের প্রথম সারির আইনজীবী। একসময় মিজোরামের রাজ্যপালের দায়িত্বে ছিলেন। এহেন ওজনদার মানুষটিকে সম্প্রতি টুইটারে অদ্ভুত প্রশ্ন করে বসেন তাঁর এক ফলোয়ার। নামের ওই টুইটার ব্যবহারকারীর জিজ্ঞাসা ছিল, সুষমা স্বরাজের কাছে কত টাকা আছে? কেউ মজা করছে ভেবে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন সুষমার স্বামী। তিনি কৌশলে এর জবাব দেন। প্রশ্নকর্তার উদ্দেশ্যে স্বরাজ কৌশলের উত্তর চমকে দেওয়ার মতো। স্বরাজ লেখেন দেখ বাপু, আমার বয়স আর গিন্নির রোজগার নিয়ে প্রশ্ন কোরো না। এটা বদভ্যাস। সাধারণত মেয়েদের বয়স এবং ছেলেদের বেতন কত, এই প্রশ্নের উত্তর অনেকেই দিতে চান না। কিন্তু এক্ষেত্রে হয়েছে উলটোটা। এখানেই থামেননি স্বরাজ। চমকে দিয়ে তাঁর সংযোজন, ভাই তোমার চাঁদা নেওয়ার হলে সরাসরি চাও। আয় নিয়ে কেন এত কৌতুহল?
Sir sushma madame ki tankhwah kitni h
— Name cannot be blank (@unj02209519)
Dekho – Meri umar aur Madam ki tankhah nahin poochho. These are bad manners.
— Governor Swaraj (@governorswaraj)
এর আগে টুইটার দুনিয়াকে মজার মজার টুইটে জমিয়েছেন স্বরাজ কৌশল। কিছুদিন আগেই এমন অপ্রীতিকর প্রশ্নের মুখে তাঁর স্ত্রী সুষমা স্বরাজকে পড়তে হয়েছিল। সেই সময় সুষমার এক ফলোয়ার আজব প্রশ্ন করেছিলেন। তাঁর টুইট ছিল সুষমাজি, আপনাকে স্বরাজ কৌশল ফলো করেন, কিন্তু আপনি তাঁকে ফলো করেন না কেন? স্বরাজ কৌশল এর উত্তরও নিজস্ব ভঙ্গিমায় দিয়েছিলেন। তাঁর জবাব ছিল, তিনি ৪৫ বছর ধরে স্ত্রীকে অনুসরণ করছেন। তাই এভাবেই থাকা ভাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.