সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোড়ন পড়ে গিয়েছিল। রাতারাতি ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। হু হু করে কমতে শুরু করেছিল তাঁর সম্পদের পরিমাণ। এই পরিস্থিতিতে ‘আদানি এন্টারপ্রাইজে’র বার্ষিক সভায় আদানি (Gautam Adani) দাবি করলেন, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যে। ভাবমূর্তি নষ্ট করতেই ওই রিপোর্ট পেশ করা হয়েছিল বলে পালটা অভিযোগ করতেও দেখা গেল তাঁকে।
এদিন আদানিকে বলতে শোনা গিয়েছে, ”ওই রিপোর্টটি ছিল উদ্দেশ্যপ্রণোদিত ভুয়ো তথ্য ও মানহানিকর অভিযোগের মিশ্রণ। যার বেশির ভাগটাই ২০০৪ থেকে ২০১৫ সালের মধ্যে। যেগুলি তৎকালীন কর্তৃপক্ষের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছিল। ওই রিপোর্টটি আমাদের ভাবমূর্তি নষ্ট করার ইচ্ছাকৃত ও ক্ষতিকারক প্রচেষ্টা ছিল।” হিন্ডেনবার্গ রিপোর্টের সবটাই ভিত্তিহীন ও অসৎ উদ্দেশ্যে নির্মিত বলেও দাবি করেন গৌতম।
প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে আদানি গ্রুপকে নিয়ে একটি রিপোর্ট পেশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। ওই রিপোর্টে আদানি গোষ্ঠীর (Adani Groups) বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি, অ্যাকাউন্ট ফ্রডের অভিযোগ আনা হয়। যদিও গত মে মাসে আদানি গোষ্ঠীকে ক্লিন চিট দিয়েছিল সুপ্রিম কোর্ট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.