Advertisement
Advertisement
Haj Flights

যুদ্ধের আবহে তীর্থযাত্রায় কোপ, আপাতত বন্ধ হজের বিমান, মিলবে না চারধাম যাত্রার কপ্টারও

তীর্থযাত্রীদের পরবর্তী বিজ্ঞপ্তির দিকে নজর রাখার নির্দেশ প্রশাসনের।

Haj flights cancelled till May 14 and Char Dham Helicopter service suspended
Published by: Kishore Ghosh
  • Posted:May 10, 2025 2:46 pm
  • Updated:May 10, 2025 4:33 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক উত্তেজনার আবহে বন্ধ দেশের সীমান্তবর্তী  রাজ্যগুলির একাধিক বিমানবন্দর। বাতিল হয়েছে শয়ে শয়ে উড়ান। এই অবস্থায় ১৪ মে পর্যন্ত হজ যাত্রীদের জন্য যাবতীয় চার্টার্ড উড়ান বাতিল করল জম্মু ও কাশ্মীরের হজ কমিটি। অন্যদিকে তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবাও বন্ধ করেছে স্থানীয় প্রশাসন।

Advertisement

শনিবার, ৯ মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে জম্মু ও কাশ্মীর হজ কমিটি। সেখানে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ১৪ পর্যন্ত পর্যন্ত নির্ধারিত সমস্ত চার্টার্ড হজ উড়ান বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আপাতত তীর্থযাত্রীদের ধৈর্য ধরতে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।” আরও জানানো হয়েছে, “বিকল্প ব্যবস্থার জন্য সংশোধিত উড়ানের সময়সূচি সরকারি চ্যানেলের মাধ্যমে জানানো হবে।” অন্যদিকে যুদ্ধের আবহে বন্ধ হয়েছে চারধাম যাত্রার হেলিকপ্টার পরিষেবাও। পরিস্থিতি স্বাভাবিক হলে বিজ্ঞাপন দিয়ে কপ্টার পরিষেবার বিষয়ে জানানো হবে তীর্থযাত্রীদের। 

২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ নিরস্ত্রকে হত্যা করে লস্করের সঙ্গী সংগঠন টিআরএফের পাঁচ জঙ্গি। পালটা ৭ মে রাতে অপরেশন সিঁদুর চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। এই অভিযানে অন্তত ১০০ জন জঙ্গির মৃত্যু হয়। এরপর বিনা প্ররোচনায় ভারতের রাজস্থান, পাঞ্জাবের মতো সীমান্তবর্তী রাজ্যগুলিতে ড্রোন হামলা চালায় পাকিস্তান। পালটা জবাব দিচ্ছে ভারত। এই অবস্থায় দেশে বিমান চলাচলে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কেন্দ্রের বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশে ১৫ মে পর্যন্ত উত্তর, পশ্চিম এবং মধ্য ভারতের একাংশের ২৭টি বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। দেশের ২০টির বেশি বিমানবন্দরে উড়ানের ক্ষেত্রে নোটাম বা নোটিশ টু এয়ার মেন জারি হয়েছে। ওই সব বিমানবন্দরে উড়ান চলাচলে নিষেধাজ্ঞার কারণে দৈনিক গড়ে ৪০০টির বেশি উড়ান বাতিল হচ্ছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেরও। কলকাতার ক্ষেত্রে দিনে ১০-১২টি উড়ান বাতিল হচ্ছে বলে জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ