সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুর জন্মদিনের পার্টিতে যাওয়ার ‘অপরাধে’ স্ত্রীকে গুলি করে হত্যা করল স্বামী! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে। অভিযোগ, ফেসবুক থেকে স্বামী জানতে পারে যে তার স্ত্রী এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছেন। তারপরই রাস্তায় গুলি করে স্ত্রীকে খুন করে স্বামী। হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি স্ত্রীকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম নন্দিনী পরিহার। বছর দুয়েক আগে তাঁর বিয়ে হয় অরবিন্দ পরিহারের সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই নন্দিনীর উপর অত্যাচার শুরু করেন অরবিন্দ। নন্দিনীর অভিযোগ, এক কন্যার মায়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত তাঁর স্বামী। সেই নিয়ে অভিযোগ জানানোর পর তাঁকে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল অরবিন্দ। খুনের চেষ্টার অভিযোগে জেলও খেটেছে অরবিন্দ। কিন্তু মুক্তি পাওয়ার পর আবারও নন্দিনীকে উত্যক্ত করতে শুরু করে সে।
গত মঙ্গলবারও এই মর্মে থানায় অভিযোগ দায়ের করেন নন্দিনী। জানান, এআইয়ের মাধ্যমে তাঁর অশ্লীল ছবি বানিয়ে তা ছড়িয়ে দিচ্ছেন অরবিন্দ। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনেন নন্দিনী। এহেন পরিস্থিতিতে বন্ধু অঙ্কুশ পাঠকের জন্মদিনের পার্টিতে যান তিনি। সেই পার্টির ভিডিও ফেসবুকে পোস্টও করেন। ভিডিও দেখেই নন্দিনীর উপর রেগে ওঠে অরবিন্দ। তার ধারণা ছিল, অঙ্কুশের সঙ্গে নন্দিনীর প্রেমের সম্পর্ক রয়েছে।
গত শুক্রবার বন্ধুদের সঙ্গে রিকশায় চেপে যাচ্ছিলেন নন্দিনী। সেসময়ে আরেকটি রিকশায় চেপে তাঁদের পিছু নেয় অরবিন্দ। মাঝরাস্তায় রিকশা থামিয়ে পরপর পাঁচটি গুলি চালায় সে। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন নন্দিনী। তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও ঘণ্টাদুয়েক পর মৃত্যু হয়। ইতিমধ্যেই অরবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.