Advertisement
Advertisement
Gujarat

গুজরাটে উঠতি মডেলের রহস্যমৃত্যু, সম্পর্কের টানাপোড়েনের জের?

তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Gujarat: Model found dead in her home
Published by: Subhodeep Mullick
  • Posted:June 9, 2025 6:20 pm
  • Updated:June 9, 2025 6:32 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটে বন্ধ ঘর থেকে উদ্ধার হল এক উঠতি মডেলের ঝুলন্ত দেহ। রবিবার গভীর রাতে নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বছর তেইশের ওই তরুণী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই তিনি নিজেকে শেষ করে দিয়েছেন।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম অঞ্জলি ভারমোরা। তিনি গুজরাটের সুরাটের বাসিন্দা। ছোট থেকেই তাঁর অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন সত্যি করতেই মডেলিং জগতে পা রাখেন অঞ্জলি। তাঁর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইনস্টাগ্রামে অঞ্জলির ফলোয়ার্সের সংখ্যা ৩৭ হাজার। তাছাড়া ইউটিউবেও যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, মৃত্যুর আগে অঞ্জলি ইনস্টাগ্রামে দুটি রিল বানিয়েছিলেন। একটিতে তিনি লেখেন, ‘আজ আমি বুঝতে পারছি, তোমার কাছে আমার কোনও গুরুত্ব নেই।’ আবার অন্য একটি রিলে তিনি লেখেন, ‘জীবনের সবকিছু হারিয়ে গেলেও আমার কোনও যায় আসে না। কিন্তু ভালোবাসা হারিয়ে গেলে তা মেনে নেওয়া যায়না।’

তদন্তে নেমে অঞ্জলির ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এই দুটি লেখা খুঁজে পাওয়ার পরই পুলিশের অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই আত্মঘাতী হয়েছেন তিনি। পুলিশের এক আধিকারিক বলেন, “ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। তবে সম্পর্কের টানাপোড়েনের জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে মনে করা হচ্ছে। আমরা সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছি।”  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ