সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকাল ট্রেনে প্রতিদিনের যাতায়াত। প্রতিনিয়ত হাজারও ঘটনার সাক্ষী এই ধাতব পথ। ছোট ছোট কয়েকটা কামরা। তাতেই গড়ে ওঠে সম্পর্ক। সেখানে না আছে বয়সের বাধা, না আছে সামাজিক শ্রেণিবিভেদ। তাইতো এভাবেই গলা মিলিয়ে গেয়ে উঠতে পারে- দো ঘুট মুঝে ভি পিলা দে…।
২৫,০০০ বছর আগে ভারতে বাস ছিল এই বিশাল পাখিদের!
যৌনতায় উসকানি দেয় হোলি, মত রাম গোপালের
প্রায় এক মিনিটের এই ভিডিওটি মুম্বইয়ের লোকাল ট্রেনের। নিত্যযাত্রীদের এই আসর প্রায় রোজই বসে। তা গলা মেলানো দেখেই অনুমান করা যায়। আর এই তাল হয়তো যে কোনও বড় বাদ্যশিল্পীকে টক্কর দিতেই পারে। এমনটাই মনে করছে সোশ্যাল মিডিয়ার জনতা। ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষ দর্শক দেখে ফেলেছে এই ভিডিও। সেই সৌজন্যে পেয়ে গিয়েছে ‘ভাইরাল’ তকমাও। আপনি যদি লোকাল ট্রেনের নিত্যযাত্রী হয়ে থাকেন, তাহলে আপনারও যে এই ‘জ্যামিং সেশন’ ভাল লাগবে তা বলাই যায়।
ভক্তদের আবেদনে সাড়া দিয়ে নয়া ভিডিওয় হাজির পুনম পাণ্ডে
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.