Advertisement
Advertisement

Breaking News

DA

উৎসবের মরশুমেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ডিএ বাড়াল কেন্দ্র

কত শতাংশ ডিএ পেতে চলেছেন সরকারি কর্মচারীরা?

Government approves DA hike for central govt staff

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:October 1, 2025 2:14 pm
  • Updated:October 1, 2025 3:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে নবরাত্রির উপহার হিসাবে নতুন জিএসটি চালু করেছিল কেন্দ্র। এবার উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও সুখবর এল মহাননমীতে আগেই জানা গিয়েছিল, কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ক্যাবিনেট। মহানবমীতেই ক্যাবিনেটের বৈঠক রয়েছে। সেখানেই ডিএ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে খবর ছিল। সেই আশা পূরণ করে ৩ শতাংশ ডিএ ঘোষণা করল কেন্দ্র। 

Advertisement

চলতি বছরের শুরুতেই ২ শতাংশ ডিএ বেড়েছিল কেন্দ্র সরকারি কর্মচারীদের। মার্চ মাসে এই মহার্ঘভাতা কার্যকর হয়। মাত্র ৬ মাস পরেই ফের বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ। সূত্রের খবর, মহানবমী অর্থাৎ বুধবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠক ছিল। সেখানেই ডিএ বাড়ানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই মাস থেকে নতুন ডিএ কার্যকর হবে।

প্রসঙ্গত, অতিমারীর সময় তিনবার ডিএ স্থগিত করে দেওয়া হলেও ২০২১ সাল থেকে ফের ডিএ দেওয়া শুরু করেছে কেন্দ্র। এর আগে ২০২৪ সালের জুলাইয়ে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। ফলে ৫০ থেকে তা বেড়ে হয়েছিল ৫৩ শতাংশ। চলতি বছরের মার্চ মাসে তা আরও ২ শতাংশ বাড়ে। ৫৫ শতাংশের পর এবার অক্টোবর মাসে ঘোষিত হল আরও তিন শতাংশ ডিএ। অর্থাৎ এবার কেন্দ্র সরকারের কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ ডিএ পেতে চলেছেন। 

সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হতে চলেছেন এক কোটির বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী। তাঁদের মধ্যে ৪৮.৬৬ লক্ষ কর্মী ও ৬৬.৫৫ লক্ষ পেনশনভোগী। উল্লেখ্য, মধ্যবিত্তের সুরাহা করতেই জিএসটি কাঠামো ঢেলে সাজিয়েছে কেন্দ্র সরকার। এবার চাকুরিজীবীদের যেন মুদ্রাস্ফীতির মোকাবিলা করতে সুবিধা হয়, সেকথা মাথায় রেখেই ফের বাড়ল ডিএ। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ