Advertisement
Advertisement
Colonel Sofiya Qureshi

‘যান গিয়ে ক্ষমা চান’, কর্নেল কুরেশিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে বিজেপি মন্ত্রীকে তিরস্কার সুপ্রিম কোর্টের

হাই কোর্টের নির্দেশের পরই ইন্দোরের একটি থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

"Go And Apologise": Top Court To Minister Over Colonel Sofiya Qureshi Remark
Published by: Subhodeep Mullick
  • Posted:May 15, 2025 11:28 am
  • Updated:May 15, 2025 3:48 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কর্নেল সোফিয়া কুরেশিকে (Colonel Sofiya Qureshi) নিয়ে কুরুচিকর মন্তব্যের জের। শীর্ষ আদালতে তিরস্কারের মুখে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ (Vijay Shah)। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই তাঁর মন্তব্যকে অগ্রহণযোগ্য এবং অসংবেদনশীল বলে আখ্যা দিয়ে জানান, সাংবিধানিক পদে থাকা কোনও ব্যক্তির কাছ থেকে এই ধরনের মন্তব্য আশা করা যায় না। এরপরই বিজয়কে ধমক দিয়ে তিনি বলেন, “কীভাবে এই ধরনের মন্তব্য মুখ থেকে বেরোয়? যান হাই কোর্টে গিয়ে এক্ষুনি ক্ষমা চান।” পাশাপাশি, গ্রেপ্তারি এড়াতে সুপ্রিম কোর্টে যে রক্ষাকবচের আবেদন করেছিলেন বিজয়, তা-ও এদিন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানিয়েছে, একদিনে আপনার কোনও কিছুই বদল হবে না। আপনি নিজে জানেন আপনি কী রকম মানুষ।  

Advertisement

ভারতীয় সেনার কর্নেল কুরেশির ধর্ম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় বুধবার বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাই কোর্ট।  সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বৃহস্পতিবার সকালে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন বিজয়। প্রসঙ্গত, হাই কোর্টের ওই নির্দেশের পর ইন্দোরের একটি থানায় ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। গ্রেপ্তারি থেকে বাঁচতেই তিনি তড়িঘড়ি সুপ্রিম দরবারে যান। এবার সেখানেও জোর ধাক্কা খেলেন বিজয়।

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসের আঁতুড়ঘর গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। নির্ভুল ও নিখুঁত সেই হামলার পর সাংবাদিক বৈঠক করে গোটা দেশকে অপারেশন সিঁদুরের বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি ও বায়ুসেনার উইং কমান্ডার ব্যোমিকা সিং। অপারেশ সিঁদুরের বিফ্রিংয়ে দুই মহিলা আধিকারিককে সামনে এনে দেশের নারীশক্তিকে তুলে ধরার পাশাপাশি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছিল গোটা বিশ্বকে। এই ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি কর্নেল কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে দেখা যায় মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী বিজয় শাহকে।

বিজয় বলেন, “ওরা আমাদের হিন্দু ভাইদের পোশাক খুলে ধর্মীয় পরিচয় যাচাই করে হত্যা করেছে। প্রধানমন্ত্রী মোদিজি ওদের (জঙ্গিদের) বোনকে ওদের বাড়িতে হামলার জন্য পাঠিয়েছেন। ওরা (জঙ্গিরা) আমাদের বোনকে বিধবা করেছে, তাই মোদিজি ওদের সম্প্রদায়ের বোনকেই ওদের পোশাক খুলে উচিত শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছেন।” কর্নেল কুরেশির নাম না নিলেও মন্তব্য যে তাঁকে উদ্দেশ্য করেই তা বুঝতে বাকি ছিল না কারও। তবে বিতর্ক তুঙ্গে উঠতেই বিজয় দাবি করেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কর্নেল কুরেশির কাছে ১০ বার ক্ষমা চাইতেও প্রস্তুত।

কিন্তু এই মন্তব্য প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিন্দার মুখে পড়েন বিজয়। মধ্যপ্রদেশ রাজ্য বিজেপির তরফেও রীতিমতো তিরস্কার করা হয় বিজয়কে। অবিলম্বে তাঁকে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়ার দাবি তোলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ