সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার থেকে দেশ জুড়ে আর কোনও পেট্রল পাম্প ক্রেডিট অথবা ডেবিট কার্ড গ্রহণ করবে না। কার্ডে লেনদেনের ক্ষেত্রে আচমকাই ১ শতাংশ হারে লেনদেন ফি কাটার সিদ্ধান্ত নিয়েছে দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি। তার প্রতিবাদেই পেট্রলিয়াম ডিলাররা এই সিদ্ধান্ত নিয়েছে। ব্যাঙ্কগুলির এই নয়া সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়েছেন পেট্রলিয়াম ডিলাররা। যদিও এই লেনদেন ফি গ্রাহকদের অ্যাকাউন্টে কোনও প্রভাব ফেলবে না বলে জানা গিয়েছে। শুধুমাত্র পাম্পগুলির জন্য কার্ডে লেনদেনের ক্ষেত্রে এই ফি কাটা হবে। আর তাতেই চটেছে পেট্রলিয়াম ডিলাররা।
প্রসঙ্গত, নোট বাতিলের পরপরই নগদের অভাবে দেশের একাধিক পেট্রল পাম্পে ক্রেডিট অথবা ডেবিট কার্ড মারফতই গ্রাহকরা পেট্রল-ডিজেল নিতেন। কিন্তু কার্ডে লেনদেন বেড়ে যাওয়ায় দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ওই ফি কাটার সিদ্ধান্ত নেয়। যদিও ক্যাশলেস লেনদেনে দেশের সাধারণ মানুষকে উৎসাহ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার নোট বাতিলের একমাসের মাথায় কার্ড লেনদেনের ক্ষেত্রে ০.৭৫ শতাংশ ছাড় দেওয়ার কথা ঘোষণা করে। স্বাভাবিকভাবেই পেট্রল পাম্পগুলিতে কার্ডে লেনদেন বেড়ে যায়। পেট্রলিয়াম ডিলারদের অভিযোগ, যদি ব্যাঙ্কগুলিও ব্যবসায়ীদের কথা না ভেবে এমন সিদ্ধান্ত নেয় তবে তারা কোথায় যাবে। স্বাভাবিকভাবেই এমন সিদ্ধান্তের জেরে সাধারণ গ্রাহকরা দুর্ভোগের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.