Advertisement
Advertisement
MP Benefits

গাড়ি-বাড়ি থেকে বেতন-ভাতা, সাংসদ হলে কী কী সুবিধা পাওয়া যায়?

রাজধানীতে থাকার আয়োজনও রাজকীয়।

From car-house to salary-allowance, what are the benefits of being an MP?
Published by: Suparna Majumder
  • Posted:June 8, 2024 4:28 pm
  • Updated:June 8, 2024 9:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটে জিতে প্রথমবার সাংসদ হয়েছেন কঙ্গনা রানাউত, রচনা বন্দ্যোপাধ্যায়রা। ওদিকে আবার ২০১৪ সাল থেকে ভোটে জিতে অভিজ্ঞ সাংসদ দেব, হেমা মালিনীরা। এমনই কেউ নতুন সাংসদ, কেউ আবার অভিজ্ঞতা নিয়ে বসবেন সংসদ ভবনে। সাংসদ হওয়ার সুবিধা কী কী? বেতন ছাড়া আর কী কী পাওয়া যায়?

Advertisement

Celeb-MP-new

 

তথ্য অনুযায়ী, একজন সাংসদ প্রতি মাসে মূল বেতন হিসেবে এক লক্ষ টাকা পান। বছর কয়েক আগে ২০১৮ সালে তা বাড়ানো হয়েছে। তাও আবার মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির কথা মাথায় রেখে। এছাড়া যে এলাকার তিনি জনপ্রতিনিধি, সেখানকার কাজকর্ম পরিচালনার জন্য প্রতি মাসে সত্তর হাজার টাকা বরাদ্দ থাকে। এই টাকায় সেখানে নতুন দপ্তর খোলা, কিছু স্থানীয় কর্মী নিয়োগের কাজ করা যেতে পারে। যাতে সেই অফিসের মাধ্যমে এলাকার মানুষের সুবিধা-অসুবিধার কথা জানা যায়। এছাড়াও সাংসদকে নিজের অফিস চালানোর জন্য ষাট হাজার টাকা দেওয়া হয়।

[আরও পড়ুন: ‘হেরো’ বিজেপিকে পুরনোদের কথা মনে করালেন দিলীপ, তথাগতর তোপ RSS নিয়ে]

বেতনের পাশাপাশি ভাতাও পান এ দেশের সাংসদরা। সংসদ ভবনে যদি অধিবেশন চলে বা সংসদীয় কমিটির কোনও স্থায়ী বৈঠকের ডাক দেওয়া হয়। তাহলে সেখানে হাজির থাকার জন্য দুহাজার টাকা দেওয়া হয়। আর সুযোগ-সুবিধা? প্রত্যেক সাংসদ দেশের যেকোনও প্রান্তে যাওয়ার জন্য ৩৪টি বিমান সফর (বার্ষিক) বিনামূল্যে পান। সারা বছর বিনামূল্যে ট্রেনের ফার্স্টক্লাস কামরায় সফর করতে পারেন। তা সে পেশাগত সফর হোক বা ব্যক্তিগত সফর। এমনকী, কোনও সাংসদ নিজের কেন্দ্রে গাড়ি নিয়ে ঘুরলে তার জ্বালানির টাকাও পেয়ে যান।

রাজধানীতে থাকার আয়োজনও রাজকীয়। দিল্লিতে থাকার জন্য প্রত্যেক সাংসদের জন্য একটি বাংলো বরাদ্দ থাকে। তাও আবার অভিজাত এলাকায়। হ্যাঁ, এক্ষেত্রে অভিজ্ঞ সাংসদরা বাড়তি সুবিধা পান বলেই খবর। যাঁরা বাংলো বা হস্টেলে থাকতে চান না তাঁরা আবার বাড়িভাড়া হিসেবে ২ লক্ষ টাকা পান। সাংসদ ও তাঁর নিকট আত্মীয়রা সরকারি স্বাস্থ্য প্রকল্পের (CGHS) আওতায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারেন। কয়েকটি বেসরকারি হাসপাতালেও এই সুবিধা থাকে।

এছাড়াও সাংসদরা ফোনের খরচ বাবদ বার্ষিক দেড় লক্ষ টাকা ও বছরে অন্তত ৫০ হাজার ইউনিট বিদ্যুৎ পরিষেবা বিনামূল্যে পান। ফ্রিয়ের তালিকায় চার হাজার কিলোলিটার জলও রয়েছে। এবার নুসরত জাহান, মিমি চক্রবর্তীর মতো প্রাক্তন সাংসদদের কথায় আসা যাক। তাঁরা কী পাবেন? প্রাক্তন সাংসদদের প্রতি মাসের পেনশন ২৫ হাজার টাকা। কোনও কারণে তাঁর কাজের মেয়াদ বছর খানেক বাড়লে এই পেনশনের পরিমাণ আবার ২ হাজার টাকা করে বেড়ে যায়।

(তথ্য সংগৃহীত)

[আরও পড়ুন: মালব্যকে সুন্দরী জোগান! বিজেপির বঙ্গ বিপর্যয়ে বিস্ফোরক রাহুল সিনহার ভাই শান্তনু]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ