সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত তিন বছর ধরে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য পাকিস্তানে পাচার করছিল রাজস্থানে ধৃত আইএসআই চর হাজি খান। মঙ্গলবার, এমনটাই জানিয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গত শনিবার, কিষণগড়ে আর্মি ইন্টেলিজেন্স ও সিআইডির যৌথ হানায় ধরা পড়ে ওই পাক চর। জেরায় পাকিস্তানের হয়ে চরবৃত্তির কথা স্বীকার করেছে খান। প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি পাকিস্তানে পাচার করার কথা সে কবুল করেছে।
গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, গত তিন বছরে পাঁচ বার পাকিস্তান গিয়েছিল এই হাজি খান। ওই সময়ের মধ্যেই পাকিস্তানে বসবাসকারী খানের স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে ১৫ লক্ষ টাকা। স্ত্রীর মাধ্যমেই আইএসআই-র হাতে ভারতীয় সেনার গোপন তথ্য পাচার করত খান, জানতে পেরেছেন গোয়েন্দারা। তাঁরা আরও জানিয়েছেন, ওই পাক চর জয়সলমের, যোধপুর, বারমের ও গান্ধীনগরে বিএসএফ ও বায়ুসেনার গতিবিধি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। প্রসঙ্গত, গত বছর কলকাতা, জয়পুর, হায়দরাবাদের মতো বেশ কয়েকটি শহরে ধরা পড়েছে বেশ কয়েকজন আইএসআই চর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.