সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লিপকার্টের বহু প্রতীক্ষিত ‘বিগ দিওয়ালি সেল’ শুরু হল শনিবার থেকে। ৪ দিনের এই সেল চলবে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত। বিগ দিওয়ালি সেল-এ জনপ্রিয় প্রডাক্টগুলির উপর মিলছে ব্যাপক ছাড়। স্মার্টফোন, টিভি, ইলেকট্রনিকস, আসবাবপত্রের দামে পাওয়া যাবে ডিসকাউন্ট। এখানেই শেষ নয়, নির্দিষ্ট কয়েকটি ব্যাঙ্কের ডেবিট ও ক্রেডিট কার্ডে পাওয়া যাবে অতিরিক্ত ১০% ছাড়।
দেখে নিন এই সেল-এ কোন মোবাইলে কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে-
১. রেডমি নোট ৪: ভারতের অন্যতম জনপ্রিয় এই স্মার্টফোনে ফ্ল্যাট ২০০০ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে। ১২,৯৯৯ টাকার হ্যান্ডসেটটি কিনতে পারেন ১০,৯৯৯ টাকায়।
২. মোটো ই৪ প্লাস: এই হ্যান্ডসেটে পাবেন ৫০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট। ৯,৯৯৯ টাকার মডেল পাওয়া যাবে ৯,৪৯৯ টাকায়।
৩. মোটো সি প্লাস: ৬,৯৯৯ টাকা দামের এই হ্যান্ডসেটটি পাওয়া যাবে ৫,৯৯৯ টাকায়।
৪. স্যামসাং গ্যালাক্সি ওএন ম্যাক্স: পাবেন অতিরিক্ত ১০০০ টাকার ছাড়। ১৬,৯০০ টাকার স্মার্টফোনটি এই সেল-এ পাবেন ১৫,৯০০ টাকায়।
৫. স্যামসাং গ্যালাক্সি ওএন ৭: অতিরিক্ত ১৯০০ টাকার ছাড়ে এই হ্যান্ডসেটটি পাবেন ৬,৫৯০ টাকায়।
৬. শাওমির এমআই ম্যাক্স ২: ১৬,৯৯৯ টাকার এই হ্যান্ডসেটে পাবেন অতিরিক্ত ১১% ছাড়। এই মডেলটি কিনতে পারবেন ১৪,৯৯৯ টাকায়।
৭. ইনফিনিক্স নোট ৪: ১১% ছাড়ে এই ফোনটি দিওয়ালি সেল-এ পাবেন ৭,৯৯৯ টাকায়।
৮. স্যামসাং গ্যালাক্সি ওএন নেক্সট: এই ফোনটির উপর মিলবে ৫০০০ টাকার ছাড়। ফ্লিপকার্টের বিগ দিওয়ালি সেল-এ হ্যান্ডসেটটি পাওয়া যাবে মাত্র ১২,৯০০ টাকায়।
৯. লেনেভো কে৬ পাওয়ার: ১০,৯৯৯ টাকার লেনেভোর জনপ্রিয় হ্যান্ডসেটটির উপর পাওয়া যাবে ২০০০ টাকার ছাড়। মডেলটি কিনতে পারেন ৮,৯৯৯ টাকায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.