সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবার সাতসকালে পাঞ্জাবে ট্রেনে আগুন। অমৃতসর-সহরসা গরিব রথ এক্সপ্রেসের কয়েকটি কামরায় আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে কামরা। ৭টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনে। তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুলস্থূল পড়ে যায় স্টেশন চত্বরে। দ্রুত পদক্ষেপ নেয় রেল। কোনও হতাহতের খবর নেই।
পাঞ্জাবের সিরহিন্দ স্টেশনটি উত্তর রেলওয়ে জোনের আওতাধীন। রেল সূত্রে জানা গিয়েছে, আজ, সকাল ৭টা ৩০ নাগাদ আগুন সিরহিন্দ স্টেশনে ট্রেনটি আগুন দেখতে পারেন যাত্রীরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি পড়ে যায়। রেল কর্তৃপক্ষ সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে বার করে নিয়ে আসে। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। কিছুক্ষণের পর আগুন নিভিয়ে ফেলা হয়। কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি।
তবে কী করে আগুন লাগল তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। সব দিক খতিয়ে দেখছে রেল। যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রেলের তরফে জানানো হয়েছে, “সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ ঘটনাটি নজরে আসে। সঙ্গেই সঙ্গেই যাত্রীদের ট্রেন থেকে নামানো হয়। আগুনও দ্রুত নিভিয়ে ফেলা হয়। ট্রেনটিকে শীঘ্রই গন্তব্যে পাঠানো হবে। কোনও হতাহতের ঘটনা ঘটেনি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.