সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুন। ঘটনায় অন্তত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। এখনও বহু মানুষ আটকে থাকার আশঙ্কা। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের ১০ টি ইঞ্জিন । ঘটনাস্থলে পৌঁছেছেন বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও। চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৪৭ জন রোগীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
Mumbai: 1 person has died in the fire that broke out at ESIC Kamgar Hospital in Andheri earlier today. 47 persons rescued till now. Further rescue operation underway. 10 fire tenders conducting firefighting operations. 1 Rescue van, 16 ambulances also present
Advertisement— ANI (@ANI)
মুম্বইয়ের আন্ধেরির এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের হাসপাতালে আগুন লাগে সোমবার বিকেল চারটে নাগাদ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১০ টি ইঞ্জিন। এবং ১৫ টি জলের ট্যাঙ্কার। ততক্ষণে অবশ্য আগুন ছড়িয়ে পড়েছে হাসপাতালটির পঞ্চম তলে। বিল্ডিংয়ের বাইরে থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। আগুন ছড়িয়ে পড়তে থাকায় অত্যাধুনিক অগ্নি নির্বাপক সামগ্রী ঘটনাস্থলে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত যাঁরা আটকে আছেন,তাঁদের ল্যাডারের সাহায্যে নামিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন বৃহন্মুম্বই পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্মীরাও।জরুরি পরিষেবার জন্য প্রস্তুত রাখা হয়েছে ৩৫ টি অ্যাম্বুল্যান্স।
হাসপাতাল সূত্রে খবর, এখনও পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে। তবে, অগ্নিকাণ্ডের জেরে নয়, আতঙ্কে পালাতে গিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। পুরসভার তরফে জানানো হয়েছে এখনও উদ্ধারকাজ চলছে। এখনও পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রত্যেকেই নিকটবর্তী তিনটি হাসপাতালে পাঠিয়েও দেওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের জেরে আন্ধেরিতে তৈরি হয়েছে ব্যাপক যানজট৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.