সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লির (Delhi) দামোদর পার্কের একটি কারখানায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টার করা হচ্ছে। তবে ইতিমধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। বহুতলের ভিতর থেকে রীতিমতো ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা হচ্ছে। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
Delhi: Fire breaks out in a factory near MTNL office at Damodar Park, Dilshad Garden Industrial Area. 15 fire tenders are carrying out fire fighting operations.
— ANI (@ANI)
জানা গিয়েছে, দিল্লির দামোদর পার্কে MTNL (Mahanagar Telephone Nigam Limited) -এর অফিসের কাছেই এই কারখানাটি। সকালে সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। তবে ইঞ্জিন পৌঁছনোর আগেই ছড়িয়ে পড়ে আগুন। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন দমকল কর্মীরা। যদিও আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে, পুরোদমে কাজ শুরু করতে বেশ খানিকটা বেগ পেতে হয়। যদিও বর্তমানে কাজ চলছে। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আগুন আয়ত্তে আসেনি। কী থেকে অগ্নিকাণ্ড তা এখনও বোঝা যায়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.