সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির হাই প্রোফাইল এলাকায় আগুন। দাউদাউ করে জ্বলছে সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থিত সাংসদদের আবাসন ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট। ওই অ্যাপার্টমেন্টের সব বাসিন্দাই লোকসভা বা রাজ্যসভার সাংসদ। অথচ এ হেন হাই প্রোফাইল এলাকাতেও সময়মতো দমকল না পৌঁছানোর অভিযোগ। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখলের দাবি, অ্যালার্ম বাজানোর আধ ঘণ্টা পরও এলাকায় দমকল এসে পৌছায়নি।
দিল্লির ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট ২০২০ সালেই তৈরি হয়েছে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই অ্যাপার্টমেন্টটির উদ্বোধন করেন। বিভিন্ন দলের বহু সাংসদ ওই অ্যাপার্টমেন্টে থাকেন। তৃণমূলের সুব্রত বক্সি, মমতা বালা ঠাকুর, সাগরিকা ঘোষ, সাকেত গোখলের ফ্ল্যাটও রয়েছে ওই অ্যাপার্টমেন্টে। তৃণমূলের সাকেত গোখলেই প্রথম আগুন এবং দিল্লি সরকারের গাফিলতি নিয়ে সোশাল মিডিয়ায় সরব হন। সাকেত সোশাল মিডিয়ায় লেখেন, “দিল্লির ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ভবনটা সংসদ থেকে মাত্র ২০০ মিটার দূরে। সব বাসিন্দাই সাংসদ। অথচ অ্যালার্ম বাজানোর ৩০ মিনিট পরও দমকল এসে পৌঁছায়নি। বারবার ফোনও করা হয়েছে। দিল্লি সরকারের লজ্জা হওয়া উচিত।”
HUGE FIRE at Brahmaputra Apartments at BD Marg in Delhi.
All residents are Rajya Sabha MPs. Building is 200 meters from Parliament.
NO FIRE BRIGADE SINCE 30 mins. Fire still burning & RISING. Fire engines missing despite repeated calls.
Have some shame
— Saket Gokhale MP (@SaketGokhale)
জানা গিয়েছে, শনিবার দুপুরে আচমকা আগুন লেগে যায় ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে। সেই আগুন ছড়িয়েও পড়ে। খবর দেওয়ার অনেক পর সেখানে দমকল গিয়ে পৌঁছেছে। আপাতত আগুন নেভানোর কাজ চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আন্দাজ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও স্পষ্ট নয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.