সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানের মতো যাত্রী স্বাচ্ছন্দ্য মিলবে রেলেও। এতদিন শুধু বিমানে থাকতেন সেবিকা বা এয়ার হোস্টেস। এবার থেকে রেলেও থাকবেন হোস্টেস (Rail Hostess) বা সেবিকারা। নজর রাখবেন যাত্রীদের সুযোগ-সুবিধার দিকে। তবে সব ট্রেনে থাকবেন না তাঁরা। কোন কোন ট্রেনে থাকবেন সেবিকারা?
ভারতে এখন মোট ২৫টি প্রিমিয়াম ট্রেন (Train) চলে। রেল সূত্রে খবর, শতাব্দী-গতিমান-তেজসের মতো প্রিমিয়াম ট্রেনগুলিতে রেলসেবিকা নিয়োগ করা হবে। বন্দেভারত এক্সপ্রেস ছুটতে শুরু করলে সেখানেও রেলসেবিকাদের দেখা যাবে। তবে রাজধানী এবং দুরন্ত এক্সপ্রেসে থাকবেন না তাঁরা। শুধুমাত্র পরিষেবা ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদেরই নিয়োগ করা হবে বলে খবর। ইতিমধ্যে গতিমান এক্সপ্রেসে রেলসেবিকা নিয়োগ করা হয়েছে।
বিমানসেবিকাদের মতো তাঁরা দিন-রাত কাজ করবেন না। মহিলারা শুধুমাত্র দিনে রেলে কাজ করবেন। আর রাতে থাকবেন রেলসেবকরা। মূলত নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। কী কাজ করবেন রেলসেবিকারা? রেলযাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতেই সেবিকা নিয়োগের কথা ভাবনাচিন্তা করা হচ্ছে। ট্রেনে যাত্রীদের স্বাগত জানানো থেকে তাঁদের সুযোগ -সুবিধার দিকে নজর রাখবেন রেলসেবিকারা। শুনবেন যাত্রীদের অভিযোগ। পরিবেশন করবেন খাবারও।
Bringing Gender Diversity : the introduction of female cabin crew as Rail hostess on Gatimaan Express has been one of the pioneer initiatives to introduce gender diversity.
— Northern Railway (@RailwayNorthern)
অনেক সময় দেখা যায়, ট্রেনের মহিলা যাত্রীরা সমস্যায় পড়লে কাকে বলবেন বুঝতে পারেন না। আবার বয়স্ক যাত্রীরাও নানা সমস্যায় কী করবেন তা বুঝে উঠতে পারেন না। এবার রেলসেবিকা নিয়োগ হলে এই সমস্যাগুলি মিটবে বলে আশা করছে সরকার। আবার বহু যুবক-যুবতীদের কর্মসংস্থানও হবে। কিন্তু কবে থেকে ট্রেনে মিলবে এই পরিষেবা? কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দ্রুতই প্রিমিয়াম ট্রেনগুলিতে রেলসেবিকাদের দেখা মিলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.