খলিস্তানি জঙ্গি হ্যাপি পাসিয়া।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসবাদের বিরুদ্ধে আর এক বড় সাফল্য। ভারতের হিটলিস্টে থাকা খলিস্তানি জঙ্গি হ্যাপি পাসিয়াকে ফেরানো হচ্ছে দিল্লিতে। বর্তমানে মার্কিন জেলে বন্দি এই জঙ্গিকে প্রত্যর্পণ প্রক্রিয়ায় নিজেদের হেফাজতে নিতে সমস্ত প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই এই জঙ্গিকে শীঘ্রই ফিরিয়ে আনবেন ভারতের তদন্তকারীরা।
এই বিষয়ে সরকারিভাবে এখনও স্পষ্টভাবে কিছু না জানানো হলেও, সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি সূত্রে এই প্রত্যর্পণের খবর নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই মার্কিন আদালতে এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই নিরাপত্তার বেষ্টনীতে আমেরিকা পাসিয়াকে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামবে বিমান। সম্প্রতি ২৬/১১ জঙ্গি হামলার মাস্টারমাইন্ড তাহাউর রানাকে দীর্ঘ প্রক্রিয়ার পর ভারতের ফেরান হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করছে তাকে। এরপর পাসিয়ার প্রত্যর্পণ বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
কিন্তু কে এই পাসিয়া?
জানা যায়, হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া পাঞ্জাবের বাসিন্দা। গ্যাংস্টার জগ্গু ভগবানপুরিয়া, তাঁর সহযোগী আমেরিকায় থাকা দরমান কাহলান ও অমৃত বলের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ পাসিয়ার। ২০১৮ সাল থেকে খলিস্তানি সংগঠনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িয়ে জড়িয়ে পড়ে এই জঙ্গি। ওই বছর দুবাই, ২০২০ সালে লন্ডন হয়ে আমেরিকা যায় পাসিয়া। ২০২৩ সাল থেকে পাঞ্জাবে ব্যাপক তোলাবাজি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে। একইসঙ্গে চলে মাদকের কারবার। বাটলা ও অমৃতসরে মদের দোকানে আগুন, একাধিক গুলিকাণ্ডে নাম জড়ায় পাসিয়ার।
পুলিশের দাবি অনুযায়ী, এই সময় পাক জঙ্গি হরবিন্দর রিন্ডার সংস্পর্শে এসে আইএসআইয়ের এজেন্ট হয়ে ওঠে পাসিয়া। তার নির্দেশে পাঞ্জাবে সক্রিয় হয়ে ওঠে একের পর সন্ত্রাসী মডিউল। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর পাঞ্জাবের বেশিরভাগ সন্ত্রাসবাদী কার্যকলাপে সরাসরি জড়িত ছিল পাসিয়া। আমেরিকা থেকেই চলত সমস্ত জঙ্গি কার্যকলাপ। সম্প্রতি আমেরিকায় তাঁকে গ্রেপ্তার করে এফবিআই। এবার তাকেই ভারতে ফেরাচ্ছে আমেরিকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.